নতুন টুলবার বানিয়ে নিন
- মাইক্রোসফট ওয়ার্ডের View ম্যানু থেকে Toolbar অংশের Customize-এ ক্লিক করুন। তাহলে Customize উইন্ডো আসবে।
অথবা
Tools থেকে Customize-এ ক্লিক করম্নন। পর্দায় Customize উইন্ডো আসবে।
- উক্ত উইন্ডোর Toolbars ট্যাবে ক্লিক করে New বাটনে ক্লিক করুন। তাহলে New Toolbar ডায়ালগ বক্স আসবে।
- এবার উক্ত ডায়ালগ বক্সের Toolbar name: এর ঘরে আপনার পছন্দমত একটি নাম দিন।
- এরপর দুটো অপশন আছে। আপনি চাইলে এটা নির্দিষ্ট কোনো ফাইলের জন্য কিংবা স্থায়ীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য এই Toolbar টি সৃষ্টি করতে পারেন।
- এরপর প্রয়োজনীয় আইকনগুলো দিয়ে সাজিয়ে নিন নতুন Toolbar.
নতুন টুলবার যোগ করুন
ডেস্কটপে নতুন টুলবার যুক্ত করার জন্য-
- টাস্কবারে মাউসের ডান বাটন ক্লিক করে Toolbars-এর New Toolbar সিলেক্ট করুন।
- New Toolbar উইজার্ড খুললে যে ফাইল বা ফোল্ডার টুলবারে আনতে চান সেটি সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন।
- নতুন টুলবারকে আগের টুলবার থেকে আলাদা করার জন্য টুলবারের উপর মাউসের বাম বাটন চেপে ধরে উপরে টেনে আনুন।
- এবার নতুন টুলবারটি ডেস্কটপের বামে, ডানে বা উপরে সাজিয়ে দিন।
স্ক্রিন টিপস, শর্টকাট কী, মেনু ডিসপেস্ন এবং টুলবার অ্যানিমেশন
অনেকেই মনে করেন মাইক্রোসফট তার ব্যবহারকারীদের বোকা মনে করে। এমন ভাবার পিছনে অনেত যুক্তি রয়েছে। যেমন অফিস এক্সপি বা অফিস ২০০৩-এর মেনুতে সব অপশন ডিসপেস্ন করা হয়নি। মাইক্রোসফট কৌশলে বিভিন্ন অপশনগুলো লুকিয়ে রেখেছে, যাতে করে সহজেই ভিউ করা না যায়। এসব কৌশলী অপশনগুলো উন্মোচনের জন্য-
- এমএস ওয়ার্ড সফটওয়্যারটিতে View মেনুস্থ Toolbars হতে Customize-এ ক্লিক করম্নন অথবা Tools মেনুতে ক্লিক করে Customize-এ ক্লিক করম্নন অথবা মেনুবারের ফাঁকা জায়গায় ক্লিক করে Customize-এ ক্লিক করম্নন। পর্দায় Customize ডায়ালগ বক্স আসবে।
- উক্ত ডায়ালগ বক্সের Options ট্যাবে ক্লিক করম্নন।
- এবার Show ScreenTips on toolbars-এর বক্সে টিক চিহ্ন দিয়ে দিন। এর ফলে কোন Tools মেনুতে মাউস পয়েন্টার ধরলে সেটির নাম দেখা যাবে।
- একইভাবে Show shortcut keys in ScreenTips-এর বক্সে টিক চিহ্ন দিয়ে দিন। এবার কোন টুলে মাউস পয়েন্টার ধরলে সেই টুলের শর্টকাট কমান্ড দেখা যাবে।
- তাছাড়া Always show full menu অপশন বক্সে টিক চিহ্ন দিয়ে দিন। এবার Office-এ সম্পূর্ণ মেনু ডিসপেস্ন হবে।
- এছাড়া Menu animations-এর বক্সের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে মেনুবারের বিভিন্ন অ্যানিমেশন ঠিক করা যাবে।
- এবার কাজ শেষে Close বাটনে ক্লিক করম্নন।
নোট: এই ট্যাবেব চেক বক্সগুলো থেকে চেক মার্ক তুলে দিলে বা মেন্যু অ্যানিমেশনস বক্সে System default করে দিলে উলিস্নখিত সুবিধাগুলো বাতিল হয়ে যাবে।
টুলবার রাখুন লম্বালম্বি
অপারেটিং সিস্টেমের ডিস্কটাতে যদি দুই বা তার বেশি টুলবার ব্যবহার করা দরকার হয় তবে তা টেনে এনে লম্বালম্বিভাবে রাখতে পারেন। যদি মনে করেন এটি খারাপ দেখাচ্ছে তবে-
- টুলবারে মাউসের ডান বোতাম ক্লিক করে Properties-এ গিয়ে Auto Hide-এ টিক চিহ্ন দিন।
- ফলে মাউস পয়েন্টার এর ওপরে না আসা পর্যমত্ম টুলবারটি দেখা যাবে না।
বেশি ব্যবহৃত টুলবার ওপরে রাখুন