পদ্ধতিঃ অপ্রয়োজনীয় সার্ভিস
উইন্ডোজ ২০০০ বা এক্সপি অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু হওয়ার সময়কে অনেক অংশে কমিয়ে আনা যায়। এজন্য-
- Start মেনু থেকে Control Panel-এ ক্লিক করে Administrative Tools আইকনে ডাবল ক্লিক করুন। পর্দায় একটি উইন্ডো আসবে।
- উক্ত উইন্ডোর Service প্রোগামে ডাবল ক্লিক করুন এবং দেখুন আপনার কম্পিউটারে Automatic মুডে কী কী সার্ভিস চলছে।
- যেসব সার্ভিস আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে সেগুলোকে পরিবর্তন করে Manual Disable করে দিন।
- পরের বার যখন কম্পিউটার খুলবেন দেখবেন আপনার কম্পিউটারটি খুব দ্রুত খুলে যাচ্ছে।
নোট:
(a) Win 9x-এর জন্য Start মেনু থেকে Run-এ যান এবং msconfig
লিখুন OK করুন।
(b) এরপর Start up অপশনে আপনার অনাকাঙ্ক্ষিত সার্ভিস/প্রোগামগুলো
Disable করে দিন।
২য় পদ্ধতিঃ গ্রুপ পলিসি এডিটিং
উইন্ডোজ এক্সপির স্টার্ট আপ প্রসেসটা উইন্ডোজের অন্যান্য ভার্সনগুলো অপেক্ষা বেশ ধীর গতির। তাই উইন্ডোজ এক্সপির লোড প্রসেসকে দ্রুত করতে চাইলে-
- প্রথমে একটি নোট প্যাড ফাইল খুলুন।
- এরপর এতে Del C:\Windows>prefetch>ntosboot*.*\q লিখুন।
- এখন ফাইল মেনুতে ক্লিক করে সেভ অ্যাজ ক্লিক করুন এবং এই ফাইলটিকে ntoshoot.bat নামে C:\ ড্রাইভে সেভ করুন।
- এবার Start মেনু থেকে Run অপশনে প্রবেশ করে gpedit.msc লিখে এন্টার প্রেস করুন। তাহলে কম্পিউটার কনফিগারেশন ওপেন হবে।
- এখান থেকে Windows>Settings-এ ক্লিক করে শাট ডাউন অপশনে প্রবেশ করুন।
- এবার নতুন যে উইন্ডোটি ওপেন হবে সেখানে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার আগের তৈরিকৃত ntosboot.bat টি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন।
- এরপর Apply করে OK করুন।
- পরিশেষে কম্পিউটারটি রিস্টার্ট করুন।
৩য় পদ্ধতিঃ সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি
যদি আপনার কম্পিউটার চালু হতে প্রচুর সময় নেয়, তাহলে বুঝতে হবে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় অনেক প্রোগ্রাম চালু হচ্ছে। স্টার্টআপে থেকে এসব প্রোগ্রামের সংখ্যা কিছুটা কমিয়ে নেয় যায়। এজন্য-
- Start মেনু থেকে Run-এ যান এবং msconfig লিখে OK করুন। পর্দায় System Configuration Utility উইন্ডো আসবে।
- উক্ত উইন্ডোর Startup ট্যাবে ক্লিক করলে উইন্ডোজ চালুর সময় যেসব প্রোগ্রাম শুরু হয় তার তালিকা দেখা যাবে।
- এবার উক্ত তালিকা থেকে যেসব প্রোগ্রামের প্রয়োজন নেই, সেগুলোর পাশ থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Apply এবং OK করুন।
- এবার কম্পিউটার রিস্টার্ট করুন।
৪র্থ পদ্ধতিঃ সিস্টেম ফাইল এডিট
কম্পিউটার চালু করার পর উইন্ডোজ অপারেটিং সিস্টেম সক্রিয় হতে বেশ কিছুটা সময় নেয়। এ সময়কে আরো কিছু কমিয়ে আনা যায়। এ কাজের
কাজের জন্য-
- Start মেনু থেকে Run-এ যান এবং Sysedit লিখে OK করুন।
- এতে System Configuration Editor চালু হবে। এখানে C:\ AUTOEXEC.BAT এবং C:\CONFIG.SYS ফাইল দুটো আছে কিনা তা দেখে নিন এবং আলাদা আলদা ভাবে খুলুন।
- এবার C:\AUTOEXEC.BAT ফাইলটিতে যা লেখা আছে সব মুছে ফেলে সেইভ করুন।
- এরপর C:\CONFIG.SYS ফাইলে সব মুছে ফেলে শুধু STACKS =0,0 লিখে সেইভ করুন।
- দেখবেন আপনার সিস্টেমের উইন্ডোজ অনেক দ্রুত চালু হবে।
৫ম পদ্ধতিঃ রেজিস্ট্রি এডিটিং
কম্পিউটার (উইন্ডোজ) চালু হবার সময় বিভিন্ন সফটওয়্যার, নেটওয়ার্ক ফোল্ডার, প্রিন্টার, শেয়ার ফাইল এবং শিডিউল টাস্ক চালু হবার ফলে কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে। আপনি চাইলে এগুলো বাদ দিয়ে দ্রম্নত উইন্ডোজ চালু করতে পারেন। এ জন্য-
- প্রথমে Start>Control Panel থেকে Folder Options-এ ডাবল ক্লিক করে ওপেন করম্নন। পর্দায় Folder Options ডায়ালগ বক্স আসবে।
- এবার উক্ত ডায়ালগ বক্সের View ট্যাবে ক্লিক করে Automatically search for network folders and Printers চেক বক্স আনচেক করম্নন।
- এরপর Start থেকে Run-এ গিয়ে regedit লিখে OK বাটনে ক্লিক করম্নন। পর্দায় Registry Editor ডায়ালগ বক্স আসবে।
- এবার HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\ Microsoft\Windows\CurrentVersion\Explorer\
RemoteComputer\ঘধসবঝঢ়ধপব এর D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF নির্বাচন করে ডিলিট করে ফেলুন।
- এবার উইন্ডোজ পুনরায় চালু করলে দেখবেন উইন্ডোজ আগের চেয়ে অনেক বেশী দ্রম্নত খুলছে।
৬ষ্ঠ পদ্ধতিঃ বায়োস সেটআপ
কম্পিউটার চালু হতে মোটামুটি নির্দিষ্ট একটা সময় লাগে। কিন্তু এ সময়কে আরো কমিয়ে আনা যায। এ জন্য-
- কম্পিউটার চালু হওয়ার সময় Del বা F1 বা F4 চেপে BIOS (বায়োস) সেটআপে প্রবেশ করুন।
- এবার Advance Bios অপশনে যেতে হবে।
- এখানে দেখুন Quick post (Power on Self Test) সক্রিয় করা আছে কিনা।
- যদি এটি সক্রিয় (Enable) থাকে তবে একে Disable বা নিষ্ক্রিয় করে দিন।
- এছাড়া First boot device হিসাবে Hard Disk Drive কে নির্দিষ্ট করে দিন। সব মিলিয়ে ১৫ সেকেন্ড সময় কমাতে পারবেন।
৭ম পদ্ধতিঃ ভার্চুয়াল মেমরি
অনেক কম্পিউটারই বন্ধ হতে প্রচুর সময় নেয়। প্রতিবার উইন্ডোজ বন্ধের সময় ভার্চুয়াল মেমরিকে পরিস্কার করে। বন্ধ হতে বেশি সময় নেওয়ার অন্যতম প্রধান কারণ এটি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কম্পিউটার বন্ধ করার সময় কমিয়ে আনা যায়। এজন্য-
- Start>Run-এ গিয়ে gpedit.msc টাইপ করে এন্টার দিন। পর্দায় Group Policy উইন্ডো আসবে।
- এবার Computer Configuration\Windows Settings\ Security Settings\Local Polies\Security Option-এ যান।
- এবার Shout down খুঁজে বের করুন।
- এরপর ভার্চুয়াল মেমরির পেইজ ফাইলটি পরিস্কার করুন।
- যদি অপশনটি সক্রিয় থাকে তবে সেখানে দুবার ক্লিক করুন।
- তারপর Disabled করে OK করুন।