Tuesday, July 19, 2011

কম্পিউটারকে করুন দ্রুত (শাটডাউন ও রিস্টার্ট )

এক বোতামে কম্পিউটার বন্ধ

অনেক সময় খুব দ্রুত কম্পিউটার বন্ধ করতে হয়। তখন যদি একটি বোতাম চেপেই কম্পিউটার বন্ধ করা যায় তবে ভালোই হবে। এজন্য-

  1. ডেস্কটপে মাউসের ডান বাটন ক্লিক করে Properties-এ ক্লিক করুন। পর্দায় Display Properties উইন্ডো আসবে।

  1. উক্ত উইন্ডোর Screen Saver ট্যাবে ক্লিক করে Power বাটনে ক্লিক করম্নন। পর্দায় Power Options Properties ডায়ালগ বক্স আসবে।

  1. এবার প্রদর্শিত ডায়ালগ বক্সের Advanced ট্যাবে ক্লিক করে When I press the power button on my Computer:-এর নিচের বক্স হতে Shut down সিলেক্ট করুন। 

  1. Apply করে OK দিন।

  1. এবার আপনার কী বোর্ড থেকে Power Button টি একবার চেপে দেখুন।


তাৎক্ষণিক বন্ধ

একটি মাউস ক্লিকেই যদি কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু (রিস্টার্ট) করার সুবিধা চান, তাহলে- 

  1. ডেস্কটপে মাউসের ডান বোতামে ক্লিক করে New>Shortcut           নির্বাচন করুন।

  1. কমান্ড লাইন বক্সে শার্টডাউনের জন্য C:\WINDOWS\rundll. exe user.exe Exit Windows টাইপ করুন এবং রিস্টার্ট করার  জন্য C:\WINDOWS\RUNDLL.EXE USER. EXE, EXIT WINDOWS.EXE টাইপ করুন।

  1. এবার নেক্সট ক্লিক করে একটি শর্টকাট কির জন্য নাম দিন।

  1. সবশেষে Finish বাটনে ক্লিক করুন।

দ্রম্নত কম্পিউটার রিস্টার্ট করম্নন

অনেক সময় জরম্নরি প্রয়োজনে দ্রম্নত কম্পিউটার রিস্টার্টের প্রয়োজন হয়। সাধারণত Start-এ গিয়ে Restart করতে গেলে অনেক দেরি হয়ে যায়। তাই ইচ্ছে করলে আপনি এক ক্লিকেই এ কাজটি করতে পারেন উইন্ডোজ এক্সপি দ্রুত রিস্টার্টের জন্য একটি শর্টকাট তৈরি করতে হবে। এজন্য-

  1. প্রথমে আপনার Desktop-এ ডান বাটন ক্লিক করে New থেকে Shortcut-এ যান।

  1. এবার Shortcut বক্সে লিখুন Shutdown-r-t 30 লিখে OK করম্নন।

  1. এখানে ৩০ বলতে বোঝানো হয়েছে যে রিস্টার্ট ৩০ সেকেন্ড পরে হবে। এটি আপনি বদলে ফেলতে পারেন অথবা কমাতে বা বাড়াতে পারেন।

Restart-এর সময় বাঁচান

কম্পিউটারে কাজ করার সময় বিভিন্ন কারণে রি-স্টার্ট করার প্রয়োজন হয়। সফটওয়্যার ইনস্টল করার পর প্রায়ই দেখা যায় Restart your windows অপশনটি আসে। সেত্রে Yes-এ ক্লিক করলে অথবা স্টার্ট মেনুর শাট-ডাউন হতে রি-স্টার্ট নির্বাচন করলে কম্পিউটার পুরো বন্ধ হয়ে আবার চালু হয়। এর জন্য বেশ কিছু সময় নষ্ট হয়। এ ত্রে আপনি কম্পিউটারকে সম্পূর্ণ বন্ধ করে রিবুট না করে শুধুমাত্র উইন্ডো অপারেটিং সিষ্টেমটিই রিস্টার্ট করে ৯০ শতাংশ সময় বাঁচাতে পারেন। এজন্য-

  1. প্রদর্শিত Restart your windows অপশনটি বন্ধ করে দিন।

  1. এবার Start মেনু থেকে Turn off Computer ক্লিক করম্নন।

  1. এরপর Restart বাটনে ক্লিক করে কী-বোর্ড থেকে Shift বাটন চেপে ধরে Enter বাটন চাপুন

  1. এ কাজের ফলে শুধু উইন্ডোজ বন্ধ হয়ে পুনরায় চালু হবে।

শাটডাউন, শাটডাউন প্রটেক্টর ও রিস্টার্টার

শাটডাউন আইকন: 

  1. প্রথম ডেস্কটপ থেকে মাউসের ডান বাটন ক্লিক করে New থেকে New Shortcut-এ যান। পর্দায় Creat Shortcut ডায়ালগ বক্স আসবে।

  1. এবার উক্ত ডায়ালগ বক্সের Type the location item: এর নিচের বক্সটিতে Shutdown-s-+o লিখে Next-এ ক্লিক করম্নন।

  1. এবার নতুন শার্টকাটটির জন্য একটি নাম যেমন- Shutdown now লিখে Finish-এ ক্লিক করম্নন।

  1. এখন ডেস্কটপে নতুন আইকন পাবেন। যেটিতে ক্লিক করলেই কম্পিউটার Shutdown হয়ে যাবে।

শাটডাউন প্রটেক্টর:

  1. এবার উপরের পদ্ধতিতে নতুন শার্টকাট সিলেক্ট করে Type the location item: এর নিচের বক্সটিতে Shutdown-a লিখে Next-এ ক্লিক করম্নন।

  1. এবার নতুন শার্টকাটটির জন্য একটি নাম যেমন- Shutdown protector লিখে Finish-এ ক্লিক করম্নন।

  1. এখন যদি এমন হয়, কম্পিউটার শাটডাউন করতে গিয়েই মনে পড়ল জরম্নরী কাজটা এখনো বাকী আছে, তবে এই আইকনটিতে ক্লিক করলেই শাটডাউন বন্ধ হয়ে যাবে।

রিস্টার্টার:

  1. একইভাবে নতুন শর্টকাটে গিয়ে বক্সটিতে Shutdown-r-+o লিখে Next-এ চাপ দিয়ে শর্টকাটটির একটি নাম যেমন- Restart দিয়ে Finish-এ ক্লিক করম্নন।

  1. এখন এই শর্টকাট আইকনটিতে ক্লিক করলেই পিসি রিস্টার্ট হবে।

নোট:     উলেস্নখ্য, এই তিনটি শর্টকাট তৈরির পর পৃথকভাবে প্রতিটির উপর মাউসের ডান বাটন চেপে Change icon অপশন থেকে উপযুক্ত আইকন সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আইকনগুলো ডেস্কটপে আর দৃষ্টিকটু দেখাবে না।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...