এক বোতামে কম্পিউটার বন্ধ
অনেক সময় খুব দ্রুত কম্পিউটার বন্ধ করতে হয়। তখন যদি একটি বোতাম চেপেই কম্পিউটার বন্ধ করা যায় তবে ভালোই হবে। এজন্য-
- উক্ত উইন্ডোর Screen Saver ট্যাবে ক্লিক করে Power বাটনে ক্লিক করম্নন। পর্দায় Power Options Properties ডায়ালগ বক্স আসবে।
- এবার প্রদর্শিত ডায়ালগ বক্সের Advanced ট্যাবে ক্লিক করে When I press the power button on my Computer:-এর নিচের বক্স হতে Shut down সিলেক্ট করুন।
- Apply করে OK দিন।
- এবার আপনার কী বোর্ড থেকে Power Button টি একবার চেপে দেখুন।
তাৎক্ষণিক বন্ধ
একটি মাউস ক্লিকেই যদি কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু (রিস্টার্ট) করার সুবিধা চান, তাহলে-
- ডেস্কটপে মাউসের ডান বোতামে ক্লিক করে New>Shortcut নির্বাচন করুন।
- কমান্ড লাইন বক্সে শার্টডাউনের জন্য C:\WINDOWS\rundll. exe user.exe Exit Windows টাইপ করুন এবং রিস্টার্ট করার জন্য C:\WINDOWS\RUNDLL.EXE USER. EXE, EXIT WINDOWS.EXE টাইপ করুন।
- এবার নেক্সট ক্লিক করে একটি শর্টকাট কির জন্য নাম দিন।
- সবশেষে Finish বাটনে ক্লিক করুন।
দ্রম্নত কম্পিউটার রিস্টার্ট করম্নন
অনেক সময় জরম্নরি প্রয়োজনে দ্রম্নত কম্পিউটার রিস্টার্টের প্রয়োজন হয়। সাধারণত Start-এ গিয়ে Restart করতে গেলে অনেক দেরি হয়ে যায়। তাই ইচ্ছে করলে আপনি এক ক্লিকেই এ কাজটি করতে পারেন। উইন্ডোজ এক্সপি দ্রুত রিস্টার্টের জন্য একটি শর্টকাট তৈরি করতে হবে। এজন্য-
- প্রথমে আপনার Desktop-এ ডান বাটন ক্লিক করে New থেকে Shortcut-এ যান।
- এবার Shortcut বক্সে লিখুন Shutdown-r-t 30 লিখে OK করম্নন।
- এখানে ৩০ বলতে বোঝানো হয়েছে যে রিস্টার্ট ৩০ সেকেন্ড পরে হবে। এটি আপনি বদলে ফেলতে পারেন অথবা কমাতে বা বাড়াতে পারেন।
Restart-এর সময় বাঁচান
কম্পিউটারে কাজ করার সময় বিভিন্ন কারণে রি-স্টার্ট করার প্রয়োজন হয়। সফটওয়্যার ইনস্টল করার পর প্রায়ই দেখা যায় Restart your windows অপশনটি আসে। সেত্রে Yes-এ ক্লিক করলে অথবা স্টার্ট মেনুর শাট-ডাউন হতে রি-স্টার্ট নির্বাচন করলে কম্পিউটার পুরো বন্ধ হয়ে আবার চালু হয়। এর জন্য বেশ কিছু সময় নষ্ট হয়। এ ত্রে আপনি কম্পিউটারকে সম্পূর্ণ বন্ধ করে রিবুট না করে শুধুমাত্র উইন্ডো অপারেটিং সিষ্টেমটিই রিস্টার্ট করে ৯০ শতাংশ সময় বাঁচাতে পারেন। এজন্য-
- প্রদর্শিত Restart your windows অপশনটি বন্ধ করে দিন।
- এবার Start মেনু থেকে Turn off Computer ক্লিক করম্নন।
- এরপর Restart বাটনে ক্লিক করে কী-বোর্ড থেকে Shift বাটন চেপে ধরে Enter বাটন চাপুন
- এ কাজের ফলে শুধু উইন্ডোজ বন্ধ হয়ে পুনরায় চালু হবে।
শাটডাউন, শাটডাউন প্রটেক্টর ও রিস্টার্টার
শাটডাউন আইকন:
- প্রথম ডেস্কটপ থেকে মাউসের ডান বাটন ক্লিক করে New থেকে New Shortcut-এ যান। পর্দায় Creat Shortcut ডায়ালগ বক্স আসবে।
- এবার উক্ত ডায়ালগ বক্সের Type the location item: এর নিচের বক্সটিতে Shutdown-s-+o লিখে Next-এ ক্লিক করম্নন।
- এবার নতুন শার্টকাটটির জন্য একটি নাম যেমন- Shutdown now লিখে Finish-এ ক্লিক করম্নন।
- এখন ডেস্কটপে নতুন আইকন পাবেন। যেটিতে ক্লিক করলেই কম্পিউটার Shutdown হয়ে যাবে।
শাটডাউন প্রটেক্টর:
- এবার উপরের পদ্ধতিতে নতুন শার্টকাট সিলেক্ট করে Type the location item: এর নিচের বক্সটিতে Shutdown-a লিখে Next-এ ক্লিক করম্নন।
- এবার নতুন শার্টকাটটির জন্য একটি নাম যেমন- Shutdown protector লিখে Finish-এ ক্লিক করম্নন।
- এখন যদি এমন হয়, কম্পিউটার শাটডাউন করতে গিয়েই মনে পড়ল জরম্নরী কাজটা এখনো বাকী আছে, তবে এই আইকনটিতে ক্লিক করলেই শাটডাউন বন্ধ হয়ে যাবে।
রিস্টার্টার:
- একইভাবে নতুন শর্টকাটে গিয়ে বক্সটিতে Shutdown-r-+o লিখে Next-এ চাপ দিয়ে শর্টকাটটির একটি নাম যেমন- Restart দিয়ে Finish-এ ক্লিক করম্নন।
- এখন এই শর্টকাট আইকনটিতে ক্লিক করলেই পিসি রিস্টার্ট হবে।