;কেস ১ ফাইল ডিলিট হচ্ছে না !!!! উপায়...
>>সমাধান ১
অনেক সময় দেখা যায় হার্ডডিস্ক ড্রাইভে কোনো ফাইল মুছতে Can not Delete file Check whether the disk is write protected or not in use বার্তাটি দেখা যায়। যদি উইন্ডোজ ২০০০ বা এক্সপি অপারেটিং সিস্টেম হয়, তবে প্রথমে আপনি যে ফাইলগুলো মুছতে (Delete) চান সে ফাইল গুলোকে ব্যবহার করছে বা করার অধিকার আছে এবং কী রকমের আছে, তা জেনে নিন। এর জন্য-
- এখানে আপনি ব্যবহারকারীর নাম এবং প্রত্যেক ব্যবহারকারীর কতটুকু পার্টিশন দেওয়া হয়েছে, তা দেখতে পাবেন।
- যদি Everyone থাকে, তাহলে তা সিলেক্ট করুন এবং Permissions এ Full Control-এ ক্লিক করুন।
- যদি Everyone অপশনটি খুঁজে না পান, তাহলে দেখুন আপনার ইউজার নামের (লগ ইন নেম) লেখা আছে কি না। থাকলে কী ধরণের অনুমতি আছে, তা দেখার জন্য সেই নামের উপর ক্লিক করুন।
- যদি তাও না থাকে, তাহলে Add বাটনে ক্লিক করে আপনার ইউজার নেমে অথবা Everyone এন্টার করুন এবং এরপর Everyone অথবা আপনার লগ ইন/ ইউজার নেমের উপর ক্লিক করুন।
- সবশেষে OK বাটনে ক্লিক করুন। এখন Full Control বক্সটি সবার জন্যই উন্মুক্ত হবে।
- এবার OK করে উইন্ডোজ থেকে বের হয়ে আসুন। এখন আপনি যে কোনো ফাইল মুছতে পারবেন।
নোট: যদি কম্পিউটার ফ্যাট ৩২ ফাইল ব্যবহৃত হয়ে থাকে, তবে পরীক্ষা করে দেখুন অন্য কোনো প্রোগ্রামে ফাইলটি ব্যবহৃত হচ্ছে কি না। তা যদি না হয়, তাহলে আপনার কোনো ফাইল নিরাপত্তামূলক সফটওয়্যার বা এ ধরনের কোনো কিছু কম্পিউটারে ইনস্টল করা আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন। যদি থাকে, তবে সেই সফটওয়্যারে ব্যবহৃত ফাইলগুলোর পার্টিশন চেক করে নিরাপত্তা তুলে নিন। তারপর ফাইলগুলো মুছতে পারবেন।
;সমাধান ২
অনেক সময় কম্পিউটারে এমন কিছু ফাইল থাকে যেগুলো সহজে মোছা ( Delete ) যায় না। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এসক ফাইল একেবারে মুছে ফেলা যায়। এজন্য-
- Start>Run-এ যান এবং cmd লিখে এন্টার করুন। কাজটি করার সময় সব প্রোগ্রাম বন্ধ করে দিন।
- Start>Run-এ যান এবং Taskmgr.exe লিখে OK করে টাস্ক ম্যানেজার সচল করুন।
- Processes ট্যাবে ক্লিক করে তালিকা থেকে Explorer.exe সিলেক্ট করুন।
- এরপর End process বাটনে ক্লিক করে টাস্ক ম্যানেজার ওপেন করুন।
- এবারে কমান্ড প্রম্পট বা ডস মোডে ফিরে আসুন এবং যেসব ফাইল সহজে মোছা যায় না সেসব যে ফোল্ডারে আছে সেখানে যান।
- এবার Del<File name>টাইপ করুন। এখানে <File name> বলতে যে ফাইল মুছতে চাচ্ছেন তার নাম লিখতে হবে।
- Task Manager-এ ফিরে আসুন এবং File>New Task-এ ক্লিক করে Gui আবার চালু করার জন্য Explore.exe এন্টার করুন।
- অত:পর টাস্ক ম্যানেজার বন্ধ করুন।
;কেস 2 অস্থায়ী ফাইল/ অপ্রয়োজনীয় ফাইল (যা কোন কাজের না, কম্পিউটার স্লো করে)
;সমাধান ১
কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় বা অন্যান্য কাজ করার সময় C:\Temp ফোল্ডারে অস্থায়ী (টেম্পোরারী) ফাইল জমা হয়। এগুলো কোনো কাজের নয়, তাই এসব ফাইলকে মুছে ফেলতে হবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে C:\Temp ফোল্ডারটি লুকানো থাকে। একে দেখতে চাইলে-
- My Computer>Tools>Folder Options-এ ক্লিক করে View-এ যান।
- এবার Show hidden Files and Folders-এ ক্লিক করে অস্থায়ী ফাইলগুলো মুছে ফেলুন।
- ব্যবহারকারীর অস্থায়ী ফাইলের ফোল্ডারটি C:\Document and Settings>User name>Local Setting>Temp-এ থাকে।
- Ctrl+A চেপে সবগুলো ফাইল সিলেক্ট করুন এবং Delete কি চেপে ফাইলগুলো মুছে ফেলুন।
- সবশেষে রিসাইকেল বিনকেও খালি করতে হবে।
বি: দ্র: উইন্ডোজ ফোল্ডারের ভেতরে Temp ফোল্ডার থেকে হুট করে সবকিছু মুছে ফেলবেন না। কারণ উইন্ডোজ চলার সময় তার নিজের প্রয়োজনেই কিছু ফাইল সেখানে কপি করে থাকে। তাই জায়গা খালি করার প্রয়োজনে এই ফোল্ডার থেকে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে হলে প্রথমে ফাইলগুলোকে অন্য কোনো ফোল্ডারে সম্ভব হলে অন্য কোনো ড্রাইভে স্থানামত্মর করুন। এরপর কিছু দিন কোনো সমস্যা দেখা না দিলে তখন এই ফাইলগুলো নিশ্চিমেত মুছে ফেলতে পারেন।
>>সমাধান ২
কম্পিউটার ব্যবহারের ফলে জমে থাকা অপ্রয়োজনীয় Prefetch ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয়। সাধারণত Start>Run-এ গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো মুছে ফেলা যায় (ডিলিট)। ইচ্ছে করলে এই ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যাবে। এ জন্য-
- প্রথমে My computer থেকে আপনার হার্ডডিস্ক ড্রাইভে যান। এখানে কোনো ফাঁকা জায়গায় ডান ক্লিক করে New থেকে Text document-এ যান এবং এটি deleteprefetch নামে সেভ করুন।
- এবার দুই ক্লিক করে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন del C:\Windows \Prefetch\*.* /Q।
- এখন File/Save as থেকে All files নির্বাচিত করুন।
- এবার deleteprefetch.bat নামে এটি সংরক্ষণ (সেভ) করুন। লক্ষ করে দেখুন একটি ব্যাচ ফাইল তৈরি হয়েছে।
- এবার ব্যাচ ফাইলে দুই ক্লিক করলেই ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
>>সমাধান ৩
এমএস অফিস ইনস্টল করার পর C:\Windows ফোল্ডারে বেশকিছু ফাইল দেখা যায়। এই ফাইলগুলো মুছলেও কিছুদিন পর আবার চলে আসে। এসব ফাইলের নাম সাধারণত fffe4d7b{0f15c840-a084-1104-88e7-fbfb92758c3}.tmp হয়। অফিস ইনস্টলের পর Machine Debug Manager (mdm.exe) এই ফাইলগুলো কম্পিউটারে তৈরী হয়। এই ফাইলে কিছুই থাকে না, আকার থাকে শূন্য বাইট। রেজিস্ট্রি এডিটরের মাধ্যমে এসব ফাইল তৈরী বন্ধ করা যায়। এই ফাইলগুলো মুছতে চাইলে রেজিস্ট্রি এডিট করতে হবে। এজন্য-
- Start মেনু থেকে Run-এ যান এবং regedit লিখে OK করুন।
- এবার HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Micro-
soft\Windows\CurrentVersion\RunServices-এ যান।
- এরপর mdm.exe কে Task Manager থেকে বন্ধ করে দিন।
- এবার মেশিন বন্ধ করে Search-এ গিয়ে *.tmp লিখে সব ফাইল মুছে দিলেই এ সমস্যা আর হবে না।
- তবে একই সঙ্গে আপনাকে ইন্টারনেট এক্সপোরারের অপশন থেকে Avanced ট্যাবের Disable script Debbugging অপশনটি টিক দিয়ে দিতে হবে।
- আবার Office 2000 বা XP-এর Detect and Repair ফিচারটি ব্যবহার করেন তবে mdm.exe আবার চালু হবে।
>>সমাধান ৪
রেজিস্ট্রি এডিটের সাহায্যে ডেস্কটপ স্ক্রিন থেকে অপ্রয়োজনীয় যেকোনো ফোল্ডার শর্টকাট বাদ দেওয়া যায়। এজন্য-
- Start>Run-এ Regedit লিখে এন্টার দিন।
- এবার সিকোয়েন্স অনুসারে রেজিস্ট্রি এডিট করুন HKEY_LOCAL >MACHINE>SOFTWARE>Microsoft>Windows>CurrentVersion>Explorer>Desktop>NameSpace-এ দুই বার ক্লিক করুন।
- এবার অপ্রয়োজনীয় ফোল্ডারের নাম / ভ্যালু DELETE করলে ডেস্কটপ থেকে ঐ ফোল্ডারটি মুছে যাবে।
>>সমাধান ৫
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নিজ থেকেই প্রত্যেক ব্যবহার- কারীর জন্য ভিন্ন ভিন্ন সাময়িক বা টেম্পোরারি ফোল্ডার এবং পাশাপাশি winnt\ temp ফোল্ডার তৈরী করে। টেম্পোরারি ফাইলগুলো পরিস্কার করার পর এই ফোল্ডারটি দেখতে হবে। এ ছাড়া Documents and Settings<User> Local Settings>Temp-এর অধীনে যেসব ব্যবহারকারীর বর্ণনা ( ইউজার অ্যাকাউন্ট প্রোফাইল ) রয়েছে তার মধ্যকার Temp ফোল্ডারগুলোতে টিক চিহ্ন দিতে হবে। আপনি ইচ্ছে করলেই এ অবস্থার পরিবর্তন আনতে পারবেন। এ জন্য-
- Start>Settings/Control Panel-এ ক্লিক করম্নন। পর্দায় Control Panel উইন্ডো আসবে।
- উক্ত উইন্ডোর System আইকনে ডাবল ক্লিক করম্নন। পর্দায় System Properties উইন্ডো আসবে।
- এবার উক্ত উইন্ডোর Advanced ট্যাবে ক্লিক করে Environment Variables বাটনে ক্লিক করুন।
- এখানে আপনি User variables for Administrator এবং System variables নামে দুটি বক্স দেখতে পাবেন।
- এখন ব্যবহারকারীর জন্য TEMP এবং TMP ভেরিয়েবল গুলোকে মুছে ফেলুন।
- এ ছাড়া তাদের অবস্থান % system root %\temp দিয়ে দিন।