কুইক লাঞ্চবার প্রদর্শন করা
খুব বেশী ব্যবহৃত হয় এমন সব প্রোগ্রামকে দ্রুত রান করার জন্য এই কুইক লাঞ্চবার ব্যবহৃত হয়। এবার আমরা এই কুইক লাঞ্চবার ব্যবস্থাপনা শিখবো।
- প্রথমেই টাস্কবারের উপর মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
- এবার পর্দায় Taskbar and Start Menu Properties উইন্ডোটি প্রদর্শিত হবে।
- এরপর এর Show Quick Launch অপশনের বাম পাশে বক্সে R ক্লিক করে টিক চিহ্ন দিন এবং OK করুন।
- এবার স্টার্ট বাটনের ডান পাশে লক্ষ্য করলে দেখবেন যে বেশ কয়েকটি আইকন সমেত একটি নতুন বার সংযোজন হয়েছে। এটিই মূলত কুইক লাঞ্চবার।
- আপনি চাইলে এই কুইক লাঞ্চবার থেকে খুব সহজেই এতে প্রদর্শিত আইকনসমূহে ক্লিক করে যথাযথ প্রোগ্রাম রান করাতে পারেন।
- এই কুইক লাঞ্চবারে আপনি খুব সহজেই কোন প্রোগ্রাম শর্টকাট সংযো- জন করতে পারেন এবং শর্টকাট বাদও দিতে পারেন
(ক) কোন শর্টকাট সংযোজনের জন্য:
- কুইক লাঞ্চবারে শর্টকাট সংযোজনের প্রক্রিয়া খুবই সহজ। যে প্রোগ্রামের শর্টকাট আপনি সংযোজন করতে চান সেই শর্টকাটটিকে ড্রাগ করে কুইক লাঞ্চবারের উপর ড্রপ করুন।
(খ) কোন শর্টকাট বাদ দেয়ার জন্য:
- আইকনটিতে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন ক্লিক করুন।
- এবার প্রদর্শিত পপ-আপ মেনুর Delete সাব মেনুতে ক্লিক করুন।
- কনফার্মেশন (Confirmation) উইন্ডোর Delete Shortcut বাটনে কিলক করুন।
Quick Launch Area মুছে ফেলা
Start বাটনের ডান পাশের Quick Launch Area তে সাধারণত সেসব সফটওয়্যারের আইকন প্রদর্শিত হয় যেসব সফটওয়্যার আপনি সচরাচর ব্যবহার করতে পারেন বলে উইন্ডোজ এক্সপি মনে করে যেমন ইন্টারনেট এক্সপ্লোরার। যা হোক, বর্তমানে দেখা যায় প্রায় প্রতিটি প্রোগ্রাম ইনস্টল করার সময় তা একটি করে আইটেম Quick Launch এ যোগ করতে চায়। এতে করে খুব সহজেই Quick Launch Area তে আইকনের বন্যা বয়ে যেতে পারে, যার ফলে এর কার্যকারিতা অনেকাংশে কমে যায়।
আপনি যদি Quick Launch Area মুছে দেন তাহলে টাস্কবারে আরও অন্যান্য চলমান সফটওয়্যার প্রদর্শন করার জন্য যথেষ্ট জায়গার ব্যবস্থা হয়। তাই আপনি যদি Quick Launch Area মুছে দিতে চান তাহলে-
1. টাস্কবারের যে কোন খালি জায়গায় রাইট ক্লিক করে Properties ক্লিক করুন।
2. প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Taskbar ট্যাবে ক্লিক করুন।
3. Taskbar appearance এর নিচের Show Quick Launch অপশনটি আনচেক করে দিন।
4. এবার OK বাটনে ক্লিক করুন।