Tuesday, July 19, 2011

দ্যা বাপ অফ টিউটোরিয়াল: এড্রেসেস বার

পাওয়ার অব এড্রেসেস বার (এড্রেসেস বারের শক্তি)

            উইন্ডোজ এক্সপ্লোরারে ঢুকলেই Address বার দেখা যায়। এখানে যেকোনো অবস্থানের এড্রেস লিখে এন্টার করলেই কাঙ্ক্ষিত স্থানে পৌছে যাওয়া যায়। এই এড্রেস বারটি কিন্তু আপনি আপনার টাস্কবারেও এনে রাখতে পারেন এবং এতে করে আপনাকে কোথাও যেতে মাই কম্পিউটারে না ঢুকলেও চলবে। এর জন্য আপনি যা করবেন তা হলো-

  1. Taskbar-এ রাইট ক্লিক করে Toolbars থেকে Address সিলেক্ট করে দিলেই চলবে।

  1. এবার দেখুন কত সহজেই আপনি সব জায়গায় পৌছে যাচ্ছেন।

অ্যাড্রেস বারে সম্পূর্ণ পাথ দেখুন

           অ্যাড্রেস বারে কোনো ফাইলের সম্পূর্ণ পাথ দেখা যায় না। ছোট্র একটা পরিবর্তনের মাধ্যমে অ্যাড্রেস বারে ফাইলের সম্পূর্ণ পাথ দেখা সম্ভব। উইন্ডোজ এক্সপিতে সস্পূর্ণ পাথ দেখার  জন্য-

1.        Tools মেনু থেকে Folder Options-এ ক্লিক করুন।  

2.        এরপর Folder Options উইজার্ড খুললে View ট্যাবে ক্লিক করে  Advanec Settings-এর Display the full path in title bar অপশনে ক্লিক করুন।

3.        এবার Apply বাটনে ক্লিক করে OK করুন।
ড্রেসবারের ড্রপ-ডাউন লিস্ট হতে বেছে বেছে URL (Universal বা Uniform Resource Location) মুছে ফেলা

নিয়মিত ব্রাউজ করার ফলে ইন্টারনেট এক্সপ্লোরার-এর এড্রেসবারের লিস্টে অনেক URL জমা হয়। আপনি ইচ্ছা করলে পুরো History মুছে ফেলে পারেন আবার বেছে বেছেও মুছতে দিতে পারেন। যদি বেছে বেছে মুছে URL ফেলতে চান তাহলে-

1.      Start মেনু থেকে Run-এ যান এবং regedit লিখে OK করুন।

2.      এবার HKEY_CURRENT_USER\Software\Microsoft\ Internet Explorer\TypedURL কীতে ক্লিক করুন।

3.      এরপর উইন্ডোর ডান দিকে প্যানেলের Name-এ নিচে প্রদর্শিত যেসব URL মুছে ফেলতে চান সেই এন্ট্রিগুলোতে মাউসের ডান বাটন ক্লিক করে ড্রপ-ডাউন সাব-মেনু হতে Delete ক্লিক করুন।

৪.   এবার Internet Explorer ওপেন করে দেখুন নির্বাচিত URL মুছে  
      গেছে।

নোট:     Internet Explorer অপশন ক্লিক করেও URL মুছা যায়।

ইন্টারনেট এক্সপ্লোরারের এড্রেসবার থেকে কীভাবে এড্রেস মোছা (Delete) যাবে

  1. Internet Explorer ওপেন করে Tools মেনুতে গিয়ে Internet Options-এ ক্লিক করুন। পর্দায় Internet Options উইন্ডো আসবে।

  1. উক্ত উইন্ডোর Genenal ট্যাবে ক্লিক করে Clear History ট্যাবে ক্লিক করুন। একটি সতর্ক বার্তা আসবে।

এবার Yes-এ ক্লিক করলেই ওয়েব ঠিকানার তালিকা মুছে যাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...