Tuesday, July 19, 2011

দ্যা বাপ অফ টিউটোরিয়ালঃ স্ক্রলবার

ক্রলবারের আকৃতি পরিবর্তন

            কম্পিউটারে কাজ করার সময় যেকোনো প্রোগ্রাম ওপেন করলে লেখাকে আড়াআড়ি ভাবে অবলোকন করার জন্য Vertical Scroll Bar ব্যবহার করা হয় এবং লেখাকে পাশাপাশি অবলোকন করার জন্য Horizontal Scroll Bar ব্যবহার করা হয়ে থাকে। এই দুটি বার যে আকারে সেটিং আছে তা পরিবর্তন করে কয়েক সাইজের বড় আকৃতিতে পরিবর্তন করা যায়। এই কাজটি করা যায় Accessibility Wizard-এর ব্যবহারের মাধ্যমে। 

নোট:   এখানে উল্লেখ্য, যদিAccessibility Wizardটি Setup না থাকে তাহলে Start>Settings>Control Panel>Add Remove Programs> Windows Setup করে কাজটি করা যাবে।

1.      কম্পিউটার ওপেন করে Start মেনু থেকে Programs>Accessori es>Accessibility Wizard লেখাতে মাউস ক্লিক করুন।

2.      Accessibility Wizard নামে ডায়ালগ বক্স আসবে।

3.      এখান থেকে Use normal text size for windows লেখাকে সিলেক্ট করে Next করুন।

4.      এরপর Change font size লেখা এর টিক মার্ক উঠিয়ে দিয়ে Next করুন।

5.      Set Wizard Options থেকে I am Blind for have difficultry seeing things on screen-এর বাম পাশের চেক বক্সে টিক চিহ্ন দিন এবং Next করুন।

6.      Scroll bar and windows Border-এর ৪টি আইটেম আছে। এই ৪টি আইটেম থেকে ৩ নং বা ৪ নং আপনার পছন্দনীয় যে কোনো একটি সিলেক্ট করে Next করুন।

7.      তারপর পরপর দুবার Next করুন।

8.      এখান থেকে Finish লেখাতে মাউস ক্লিক করুন।

9.      এবার যেকোনো প্রোগ্রাম ওপেন করে দেখুন, আপনার প্রোগ্রামের Vertical Scroll Bar Horizontal Scroll Bar পরিবর্তিত হয়ে আকৃতিতে বড় হয়েছে।

10.  যদি পূর্বাবস্থায় ফিরে যেতে চান তাহলে Accessibility Wizard ডায়ালগ বক্সে যে ৪টি Scroll Bar and windows Border
আইটেম আছে তার ১ নং টি সিলেক্ট করে Next করে Finish কমান্ড দিলেই আগের অবস্থায় ফিরে আসতে পারবেন।      

স্ক্রলবার বড় করুন এবং দ্রুত দৌড়ান

            মনিটরে দৃশ্যমান অংশ থেকে কাজের উইন্ডো বড় হলে ডানে ও নিচে স্ক্রলবার আসে, যেটি ধরে ওপর-নিচ ও ডান-বামে যাওয়া যায়। স্ক্রবার বড় হলে এই যাতায়াত বেশ আরামপ্রদ হয়।

1.      এটি করতে ডেস্কটপে মাউসের ডানের বোতাম চাপুন Properties ক্লিক করম্নন। পর্দায় Display Properties ডায়ালগ বক্স আসবে।

2.      উক্ত ডায়ালগ বক্সের Appearence ট্যাবে ক্লিক করে Advanced  বাটনে ক্লিক করুন। পর্দায় Advanced Appearence উইন্ডো আসবে।

3.      প্রদর্শিত উইন্ডোর নিচের Item: অংশ থেকে Scrollbar বাছাই করুন।

4.      এবার ডানে Size ঘরে  বর্তমান মাপ দেখাবে। এটি ইচ্ছেমতো বাড়ান।

5.      কোনো একটি প্রোগ্রাম খুলে দেখুন  ডানে বা নিচে স্ক্রলবারটি কেমন দেখাচ্ছে। পছন্দ না হলে আগের নিয়মে আকার বড-ছোট করে নিন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...