Tuesday, July 19, 2011

হিং, টিং, ছট.... খুলে যা পাসওয়ার্ড এর জট (কম্পিউটারের পাসওয়ার্ড ) (Episode 2)

এক্সপিতে পাসওয়ার্ড সমস্যা

        শুধু একজন যিনি কম্পিউটার ব্যবহার করেন সেই উইন্ডোজ এক্সপি চালিত কম্পিউটার বারবার নাম ও পাসওয়ার্ড টাইপ করা বিরক্তিকর। ইচ্ছে করলেই এ থেকে মুক্তি পাওয়া যায়। এ জন্য-

  1. Start>Run নির্বাচন করে Control userpasswords2  টাইপ  করুন। পর্দায় User Accounts নামে একটি উইন্ডো আসবে।

  1. উক্ত উইন্ডোর Users ট্যাবে ক্লিক করে Users must enter a user name and password to use this computer বক্সটির টিক চিহ্ন উঠিয়ে দিন।

  1. এবার ডস বোতামে ক্লিক করলে স্বয়ংক্রিয় একটি লগ-অন ডায়ালগ বক্স  আসবে। এতে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড একবার দিলে কম্পিউটার চালুর সময় আর পাসওয়ার্ড চাইবে না।



উইন্ডোজ এক্সপিতে পাসওয়ার্ড ফিরে পাওয়া

        আপনার পিসিতে লগ-ইন করার জন্য যে পাসওয়ার্ড ব্যবহার করেন, সেটা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন। এই কাজটি শুধু এক্সপির হোম ভার্সনে করা যায়। এজন্য-

  1. প্রথমে একটি খালি ফ্লপি ডিস্ক নিন। এরপর Start>Settings> Control Panel>User Accounts-এ ক্লিক করুন।

  1. আপনি যে অ্যাকাউন্টের সাহায্যে পিসিতে লগ-ইন করেন তা খুঁজে বের করে Prevent a for gotten password-এ ক্লিক করুন এবং খালি ফ্লপি ডিস্কটি পিসিতে প্রবেশ করান।

  1. এরপর স্ক্রিনে আসা কমান্ড অনুযায়ী কাজ করুন।

অ্যাকাউন্টের নিরাপত্তা

উইন্ডোজ এক্সপিতে একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থাকলে কন্ট্রোল প্যানেল থেকে সহজেই অন্য অ্যাকাউন্টের বিভিন্ন সিস্টেম প্রোপার্টিজ পরিবর্তন করা যায়। নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে লোকাল গ্রুপ পলিসিতে কিছুটা পরিবর্তন করা দরকার। এ জন্য-

১.    Start বাটন থেকে Run-এ যান এবং gpedit.msc টাইপ করে OK করুন। তাহলেই Group Policy এডিটর খুলবে।

২.    এবার Group Policy উইন্ডোর বাম দিকে Local Computer Policy-এ নিচে User Configuration-এ ডাবল ক্লিক করুন।

  1. এরপর Administrative Templates-এ ডাবল ক্লিক করুন।

  1. এবার Control Panel-এ ডাবল ক্লিক করুন। পর্দায় ডান দিকে Control Panel ডায়ালগ বক্স আসবে।

  1. Group Policy উইন্ডোর ডান দিকে অর্থাৎ Control Panel ডায়ালগ বক্সের Setting-এর নিচে থেকে Hide Specified Control Panel applets-এ ডাবল ক্লিক করুন। পর্দায় Hide Specified Control Panel applets Properties-এর উইন্ডো আসবে।

  1. উক্ত উইন্ডোর Setting ট্যাবে ক্লিক করে Enabled অপশনের রেড়িও বাটন ক্লিক করে সিলেক্ট করুন।

  1. উক্ত উইন্ডোর Enabled ট্যাবে ক্লিক করুন। এরপর পর্যায়ক্রমে Show বাটনে ক্লিক করে Apply OK বাটনে ক্লিক করুন।

  1. এবার বক্সে nusrmgt.cpl টাইপ করুন।

  1. OK করে বেরিয়ে আসুন।

  1. এরপর থেকে আপনার অ্যাকাউন্ট অন্য ব্যবহারকারীদের অযাচিত হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে।

এক্সপিতে তৈরি করম্নন আপনার নিরাপত্তা ব্যবস্থা

            উইন্ডোজ এক্সপির অপারেটিং সিস্টেমে বিভিন্ন রকম নিরাপত্তা ব্যবস্থা দেওয়াই থাকে। সেসব ব্যবহার করে নিরাপত্তা সংক্রামত্ম কাজ করা যায়। তবে আপনি চাইলে নিজের ইচ্ছেমতো নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে নিতে পারেন। এটি করতে হবে মাইক্রোসফট ম্যানেজমেন্ট কনসোল ( MMC ) ব্যবহার করে। এজন্য-

.    প্রথমে Start থেকে Run-এ গিয়ে mmc.exe লিখে OK করুন।          পর্দায় Console 1 উইন্ডো আসবে।

1.       এবার উক্ত উইন্ডোর File মেনুতে ক্লিক করে ড্রপ-ডাউন মেনুর Add/Remove Snap-in-এ ক্লিক করম্নন। পর্দায় Add/Remove Snap-in-এ উইন্ডো আসবে।

2.       উক্ত উইন্ডোর Add বাটনে কিক্ল করম্নন। পর্দায় Add Standalone Snape-in উইন্ডো আসবে।

3.       থারপর উক্ত উইন্ডোর Security Configuration and Analysis সিলেক্ট করে Close বাটনে ক্লিক করম্নন।

4.       এবার পূর্ব হতে অবস্থিত Add/Remove Snap-in উইন্ডোতে Security Configuration and Analysis লেখাটি দেখা যাবে।
রপর করম্নন।

5.      এবার Security Configuration and Analysis-এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Open Database-এ ক্লিক করম্নন।
পর্দায় Open Database ডায়ালগ বক্স আসবে।

6.      এখানে আগে থেকে আছে এমন কয়েকটি নিরাপত্তা ব্যবস্থা দেখা যাবে। যেগুলো নিরাপত্তার বিভিন্ন ধাপ নির্দেশ বোঝায়। যেমন- hirecws. inf উচুমানের নিরাপত্তা, rootsecws.inf মৌলিক নিরাপত্তা ইত্যাদি। তবে এÿÿত্রে আপনি Setup Security.inf সিলেক্ট করতে পারেন।

7.      এবার Console উইন্ডোর বাম দিকে একটি আইকন দেখা যাবে। আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে Analyze Computer-এ ক্লিক করম্নন।

8.      এবার নিরাপত্তা পরীÿা শুরম্ন হবে। চেক শেষ হলে দেখবেন Console উইন্ডোর বাম দিকে অনেক আইকন দেখা যাচ্ছে।

9.      এখন প্রতিটি আইকন সিলেক্ট করলে Console-এর ডান দিকে তার বিভিন্ন তথ্য দেখা যাবে। এখান থেকেই বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তন করা যাবে। ডান দিকের আইকনগুলোর সংগে থাকা বিভিন্ন চিহ্ন বিভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন- আইকনের সংগে টিক চিহ্ন থাকলে সেই ব্যবস্থাটি ঠিক আছে। লাল বৃত্তের মাঝে সাদা কাটা চিহ্ন থাকলে ব্যবস্থাটিকে ঠিক করতে হবে। আর লাল বৃত্তের মাঝে সাদা বিস্ময়বোধক চিহ্ন থাকলে এই ব্যবস্থা আপনার কম্পিউটার সমর্থন করে না।

খেয়াল করম্ননঃ

Console ব্যবহার করে তৈরি করা আপনার নিরাপত্তা ব্যবস্থার টুলটি বারবার ব্যবহার করতে চাইলে File\Save As থেকে একে সেইভ করে নিন। সাধারণত এটি Administrative Tools ফোল্ডারে সংরÿÿত হয়। তবে আপনি যদি অন্যদের এটি ব্যবহার করতে দিতে না চান, তাহলে অন্য কোন ফোল্ডারে সেইভ করতে পারেন।

স্টোরেজ (ইউএসবি) ডিভাইস নিয়ন্ত্রন করা

কম্পিউটারের নিরাপত্তার কথা কে না ভাবে! কিন্তু বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকলে আপনার অগোচরে অনুমতি ছাড়াই কেউ স্টোরেজ ডিভাইসে (ফ্লপি, ফ্লাশ ডিক্স বা অনান্য রিমুভাল ডিভাইস) আপনার গুরুত্বপূর্ণ তথ্য কপি করে নিতে পারে থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে আপনার কম্পিউটারের স্টোরেজ ডিভাইস রাইট প্রটেক্ট করে রাখা (ইউএসবি পোর্ট নিস্ক্রিয় করা নয়) তাহলে অনাকাঙ্খিত ভাবে কেউ আপনার অনুমতি ছাড়া কম্পিউটারে স্টোরেজ ডিভাইস ব্যবহার করে তথ্য কপি করতে পারবে না এজন্য-

  1. নিচের সংকেত নোটপ্যাডে লিখে writedisable.reg নামে সেভ করুন

  1. এবার এই রেজিষ্ট্রি ফাইলটি চালু করুন তাহলে কোন স্টোরেজ ডিভাইসে ফাইল কপি করা যাবে না অর্থা রাইট প্রটেক্ট হবে

  1. Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\Current ControlSet\Control\StorageDevicePolicies] “WriteProtect”=dword:00000001

  1. আবার স্টোরেজ ডিভাইসের রাইট প্রটেক্ট নিস্ক্রিয় করতে নিচের সংকেত নোটপ্যাডে লিখে writeenable.reg নামে সেভ করুন

  1. এবার এই রেজিষ্ট্রি ফাইলটি চালু করুন তাহলে স্টোরেজ ডিভাইসে ফাইল কপি করা যাবে

  1. Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\Current
ControlSet\Control\StorageDevicePolicies] “WriteProtect”=dword:00000000

লগ-অন নেম লুকিয়ে রাখুন

নিরাপত্তার জন্য উইন্ডোজ এক্সপির লগ-অন স্ক্রীনের লগ-অন নেম লুকিয়ে রাখতে পারেন। এজন্য-

  1. Start মেনু থেকে Run-এ গিয়ে regedit লিখে OK করম্নন। Registry Editor উইন্ডো খুলবে।

  1. এরপর HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\
Micosoft\WindowsNT\CurrentVersion\Winlogon\
SpecialAccounts\UserList-এ যান।

  1. এবার উইন্ডোর ডান অংশে  দেখুন এর লিস্টে বর্তমান ইউজার নেম আছে কি না। যাদ না থাকে, তাহলে মেনু বারের Edit মেনু হতে New>Doword Value-এ ক্লিক করম্নন।

  1. এরপর Doword Value-র নাম লিখুন বর্তমান ইউজার নেম।

  1. নাম দেয়া হয়ে গেলে সেখানে ডাবল ক্লিক করম্নন।

  1. এবার Edit Doword Value উইন্ডোর Value Data হিসাবে ১ দিলে লগ-অন নেম দেখাবে না। আর যদি ০ দেন তাহলে লগ-অন নেম দেখাবে।
এক্সপিতে এল চেপে কম্পিউটার লক করা

জরম্নরী কাজে কিছু সময়ের জন্য কম্পিউটার থেকে উঠতে হবে। এ অবস্থায় কম্পিউটার বন্ধ করার সময়ও হাতে নেই, আবার খোলা রেখে যাওয়াও নিরাপদ নয়। এমতাবস্থায়-

1.      কী-বোর্ডের উইন্ডোজ ও এল কী (Windows+L) এক সাথে চাপুন।

2.       মুহুর্তেই কম্পিউটার লক হয়ে যাবে।

3.      এ অবস্থায় উইন্ডোজে আগে দিয়ে রাখা পাসওয়ার্ড না দিলে ডেস্কটপে ফেরা যাবে না।

তড়িঘড়ি কম্পিউটার লক করা

            হঠাৎ কোন কাজে বাইরে যাবেন কিন্তু লগ-অফ করতে চাচ্ছেন না। একটি সহজ শর্টকাটের মাধ্যমেই কিন্তু আপনি এক ক্লিকেই কী-বোর্ড এবং ডিসপেস্ন লক করতে পারেন। Ctrl+Alt+Del কিংবা স্ক্রীন সেভার কোনটির সাহায্যই নিতে হবে না। এজন্য-

1.      ডেস্কটপে রাইট ক্লিক করে New>Shortcut-এ ক্লিক করে একটি শর্টকাট তৈরি করম্নন।

2.      এবার Create Shortcut উইজার্ডের টেক্সট বক্সে .rundll32 .exe32.exe user32.dll, LockWorkStation টাইপ করম্নন।

3.      এরপর Next বাটনে ক্লিক করে শর্টকাটটির পছন্দমতো একটি নাম দিন।

4.      এবার OK করে দেখুন লক হয় কিনা।


সেট-আপ এবং সিস্টেম পাসওয়ার্ড কিভাবে রিমুভ করবো।

1.      প্রথমে বায়োস সেট-আপে প্রবেশের জন্য সিস্টেম বুটের সময় Del চেপে Setup-এ প্রবেশ করম্নন।

2.      এবার User Password সিলেক্ট করে Enter চাপুন।

3.      এরপর Enter Password বক্স আসলে আবার Enter চাপুন।

4.      Password Disabled বক্স আসলে আবার Enter চাপুন।

5.      এবার Save & Exit সিলেক্ট করে বায়োর্স থেকে বেরিয়ে আসুন।

6.      একই পদ্ধতিতে সুপারভাইজার পাসওয়ার্ড এক্সিভেট থাকলে তাও Disable করা সম্ভব।

Extra Protection for Window XP

           আমরা যারা উইন্ডোজ এক্সপি-এর হোম ও প্রফেশনাল এডিশন ব্যবহার করছি তারা খুব কম সময়ই সিকিউরিটি নিয়ে চিমত্মা করি কারন আমাদের বেশীর ভাগই হচ্ছে হোম ব্যবহারকারী। অথচ বিশ্বজুড়ে Security Assurence-এর জন্য খরচ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। ইউজারদের সুবিধার জন্য অপারেটিং সিস্টেম-এর জন্মদাতা কোম্পানিগুলো তাদের নিজ নিজ ওএস-এর সাথে Builtin Encryption System দিয়ে দিচ্ছে। উইন্ডোজ এক্সপিতে রয়েছে রকম একটি Hidden Security যার নাম হচ্ছে SYSKEY. এটি উইন্ডোজ এক্সপির
User Account-এর ডাটাবেইজ প্রটেকশনের সর্বাধিক সমাদ্রিত পদ্ধতি।  এই
অপশনটি এনাবল করার জন্য আপনাকে যা করতে হবে।

1.      Start মেনু থেকে Run যান এবং syskey লিখে এন্টার দিন। এর ফলে আপনার সামনে Securing the Windows XP Account Database নামের ইন্টারফেসটি আসবে ।

2.      এবার দ্বিতীয় অপশন Encryption Enabled সিলেক্ট করে Update  বাটনে ক্লিক করুন।

3.      এবার যে উইন্ডোটি আপনার সামনে আসবে এর নাম Start up Key. এখান থেকে আপনি দুই ভাবে Encryption এনাবল করতে পারবেন। যেমন-

(ক)  Password Start up   এই পদ্ধতিতে উইন্ডোজ এক্সপি-এর পাসওয়ার্ড বক্স আসার আগে আপনাকে আরো একটি বক্স-এ আপনার নির্দিষ্ট পাসওয়ার্ড টাইপ করতে হবে যদি আপনি উইন্ডোজ-এ ঢুকতে চান। এর ফলে আপনাকে মোট দুবার পাসওয়ার্ড টাইপ করতে হবে।

(খ)  System Generate Password   উচ্চতর লেবেলে সিকিউরিটির জন্য প্রথমে System Generate Password-এর ¤ রেডিও বাটন সিলেক্ট করম্নন। এক্ষেত্রে আপনার কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই। উইন্ডোজ নিজেই একটি Secured Random পাসওয়ার্ড জেনারেট করবে এবং আপনাকে এই Encrypted Password সেভ করার জন্য দু‘টি অপশন দিবে।  যেমন-

১.  Store Startup Key on Floppy Disk:

এই পদ্ধতিতে পাসওয়ার্ডটি ফ্লপি ডিস্কে সেভ করে রাখতে হবে। এজন্য-

1.      প্রথমে System Generate Password সিলেক্ট করে Store Startup Key on Floppy Disk-এর ¤ রেডিও বাটন ক্লিক করম্নন।

2.      এবার ফ্লপি ড্রাইভের জন্য একটি ডিস্ক প্রস্ত্তত করে OK ক্লিক করম্নন। ডিস্ক তৈরি প্রসেস সম্পন্ন হওয়ার পর ড্রাইভ থেকে ডিস্ক বের করে আনুন।

3.      এই পদ্ধতিতে আপনি পাসওয়ার্ডটি একটি ফ্লপিতে সেভ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজে প্রবেশ করার জন্য অবশ্যই ফ্লপিটি আপনার ফ্লপি ড্রাইভে ঢোকাতে হবে।

4.      এবার প্রদর্শিত উইন্ডোটি বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করম্নন।

5.      এরপর যখনই কম্পিউটার স্টার্ট করবেন তখনই লগইন উইন্ডোজের জন্য এই ফ্লপি ডিস্কের প্রয়োজন হবে, যদি ডিস্ক হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে আপনি আর উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে কোন কাজ করতে পারবেন না।

২.  Store Startup Key Locally:

1.      এই পদ্ধতিতে পাসওয়ার্ডটি আপনার হার্ডডিস্ক-এ একটি সিকিউরড জায়গায় Strong Encryption-এর মাধ্যমে আপনার ওএস-এর অংশ হিসাবেই সেভ হয়ে থাকে। এর ফলে আপনাকে অতিরিক্ত কোনো পাসওয়ার্ড এন্টার করতে হবে না।

নোট:  Store Startup Key on Floppy Disk এই পদ্ধতি অনুসরণ করার সময় অবশ্যই সাবধান থাকবেন যাতে ফ্লপির পদ্ধতিটি যতদূর সম্ভব Avoid  করাই ভালো কারণ ফ্লপি-এর কোনো ঠিক নেই কত দিন ঠিক থাকে। তাই আপনি প্রথম অথবা একদম শেষ পদ্ধতিটি অবলম্বন করে দেখতে পারেন। এই দু‘টি পদ্ধতি তুলনামূলক সহজ এবং ঝামেলামুক্ত।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...