সফটওয়্যার ছাড়া ফোল্ডারের পাসওয়ার্ড দেয়ার নিয়ম
সফটওয়্যার ছাড়াও ফোল্ডারের পাসওয়ার্ড (গোপন নম্বর) দেওয়া যায়। সে জন্য-
- যে ফোল্ডারটির গোপন নম্বর ( পাসওয়ার্ড ) দিতে চান, সেই ফোল্ডারের উপর মাউস পয়েন্টার রেখে ডান বাটনে ক্লিক করম্নন।
- এবার Send to অপশনের Compressed (Zipped) Folder-এ ক্লিক করম্নন। এতে ফোল্ডারটি Zip Folder-এ রূপামত্মরিত হবে।
- এখন এই Zip Folder-এ মাউস পয়েন্টার রেখে ডান বাটনে ক্লিক করম্নন এবং Open with-এর Compressed (Zipped) Folder এ ক্লিক করম্নন।
- এবার নতুন যে উইন্ডোটি আসবে, সেখানে যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে Add a password-এ ক্লিক করম্নন।
- এরপর Password এবং Confirm password বক্সে একই গোপন নম্বর দিয়ে OK করম্নন।
- তারপর ফোল্ডার Open করে দেখুন আপনার password হয়ে গেছে।
ফোল্ডারে পাসওয়ার্ড ব্যবহার করা
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা প্রয়োজন মনে করলে অন্য কোনো প্রোগ্রাম ব্যবহার না করেও ফোল্ডারে পাসওয়ার্ড ব্যবহার করে সুরক্ষিত করে রাখতে পারেন। এজন্য-
- যে ফোল্ডারে পাসওয়ার্ড দিতে চান সেটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন এবং Properties-এ আসুন।
- এরপর Properties ডায়ালগ বক্স আসলে Sharing ট্যাব সিলেক্ট করতে হবে।
- এবার Local Sharing and Security অপশনে Make this folder private-এর আগে চেক মার্ক বসিয়ে দিন এবং Apply করে OK করম্নন।
- এখন পাসওয়ার্ডের জন্য বক্স আসবে। এতে আপনার গোপন পাসওয়ার্ডটি দিয়ে OK করলেই ফোল্ডারটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত হয়ে যাবে।
- এখন থেকে এই ফোল্ডারটি পাসওয়ার্ড ব্যবহার করে খুলতে হবে।
কোন সফটওয়্যার ছাড়াই ফোল্ডার নিরাপত্তা
ফোল্ডার এনক্রিপশন বা পাসওয়ার্ড পোটেকশনের জন্য ইন্টারনেটে প্রচুর সফটওয়্যার পাওয়া যায়। তবে আজ যে পদ্ধতিটির কথা বলব সেটা হচ্ছে কোন সফটওয়্যার ছাড়াই কিভাবে ফোল্ডারকে নিরাপত্তা দেওয়া যায়। এটা এমন এক পদ্ধতি, যাতে ফোল্ডার এবং এর অভ্যন্তরস্থ ফাইলগুলো প্রকৃতপক্ষে এনক্রিপ্টেড হবে না। শুধু মাত্র সেটা ব্যবহারকারীকে এক ধরনের ধোঁকা দিবে।
প্রটেক্ট করার নিয়ম:
১. আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোল্ডারটাকে বিশেষ কিছু সংখ্যা ও অক্ষর সম্বলিত নাম দিয়ে রিনেম করে দিতে হবে। এরফলে ফোল্ডারটা বিশেষ কোন ফোল্ডারে যেমন কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন বা মাই কম্পিউটারে রূপান্তরিত হয়ে যাবে। এরপর আপনি সেটাকে যতই ওপেন করতে চান, সেটা ঐ বিশেষ ফোল্ডার হিসেবেই ওপেন হবে এবং সেই বিশেষ ফোল্ডারে যে ফাইলগুলো আছে সেগুলোই প্রদর্শিত হবে। মূল ফোল্ডারে কি ছিল সেটা আর বোঝাই যাবে না।
২. মনে করুন আপনি আপনার কম্পিউটারে "D:\E-Books" এ অবস্থিত "Ahmed" ফোল্ডারটিকে এই পদ্ধতি ব্যবহার করে প্রটেক্ট করতে চাচ্ছেন এবং প্রটেক্ট করার পর একে রিসাইকেল বিন হিসেবে দেখতে চাচ্ছেন। তাহলে ফোল্ডারটিকে রিনেম করে "Ahmed.{645FF040-5081-101B-9F08-00AA002F 954E}" নাম দিন। ব্যাস - হয়ে গেল।
৩. দেখতে পাবেন ফোল্ডারটা রিসাইকেল বিনের আকৃতি ধারণ করেছে এবং এটা ওপেন করলে রিসাইকেল বিনই ওপেন হচ্ছে। কিন্তু এর প্রপার্টিজে গিয়ে দেখুন সাইজ ঠিকই মূল ফোল্ডারেরটাই দেখাচ্ছে। কাজেই বুঝতেই পারছেন এটা জাতে মাতাল হলেও তালে ঠিকই আছে!
আনপ্রটেক্ট করার নিয়ম:
প্রটেকশন দেওয়া তো হল। এবার আনপ্রটেক্ট করার পালা। আনপ্রটেক্ট করাটা প্রটেক্ট করার চেয়েও সহজ। ফোল্ডারটাকে রিনেম করে দিলেই হয়ে যাবে। তবে সেটা স্বাভাবিক ভাবে না, ডস মোডে গিয়ে। কমান্ড প্রম্পট থেকে ম্যানুয়ালি ফোল্ডার পাথে গিয়ে REN Ahmed.{645FF040-5081-101B-9F08-00AA002F954E} Ahmed লিখে এন্টার দিলেই দেখবেন ফোল্ডারটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তবে আপনি আমার মতো ডস বিষয়ে বিশেষ ভাবে অজ্ঞ হয়ে থাকেন, অথবা ডসের কৃষ্ণকায়ার প্রতি যদি আপনার অহেতুক অনীহা থাকে, তাহলে রিসাইকেল বিন রূপি প্রটেক্টেড ফোল্ডারটাকে প্রথমে-
1. জিপ ফোল্ডারে কম্প্রেস করুন (Right Click>Send To> Compressed (zipped) Folder)।
2. এবার জিপ ফোল্ডারটার রাইট ক্লিক মেনু থেকে Explore এ ক্লিক করুন। এরফলে এর ভেতরে রিসাইকেল বিনটা দেখতে পাবেন।
3. এবার রিসাইকেল বিনটার উপর রাইট ক্লিক করে একই ভাবে আবার Explore এ ক্লিক করুন।
4. এবার কিন্তু আপনাকে আর রিসাইকেল বিনের অভ্যন্তরস্থ ময়লা-আবর্জনা দেখতে হবে না। এবার আপনি এখানে আপনার আসল ফোল্ডারটার ভেতরে যে ফাইলগুলো ছিল, সেগুলোই দেখতে পাবেন (বুঝতেই পারছেন উইন্ডোজ কতটা অমত্ম:সার শূণ্য এবং মানুষ কেন একে গালাগালি করে!)।
5. এখন ফাইলগুলোকে কপি করে বাইরে এনে Ahmed নামে নতুন একটা ফোল্ডার তৈরি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে!
বি: দ্র: আপনি ইচ্ছে করলে প্রটেক্টেড ফোল্ডারগুলোকে রিসাইকেল বিন ছাড়াও কন্ট্রোল প্যানেল, সাই কম্পিউটার, ইন্টারনেট এক্সপ্লোরার, মাই নেটওয়ার্ক প্লেস, ফোল্ডার অপশনস প্রভৃতিতে রূপান্তরিত করতে পারেন। তবে এগুলোর জন্য আপনাকে ভিন্ন ভিন্ন সংখ্যা ও অক্ষর সম্বলিত নাম ব্যবহার করতে হবে। এই নামগুলো জানতে চাইলে এই লেখা "তৈরি করুন বিশেষ বিশেষ ফোল্ডার" প্রবন্ধটি পড়ুন এখান থেকে
পার্সোনাল কম্পিউটারে কিভাবে আপনার গোপন ফাইলটি নিরাপদে রাখবেন
আপনার বাড়িতে অন্যান্য ইউজারের হাত থেকে আপনার প্রয়োজনীয় ফাইলটি নিরাপদে বা লুকিয়ে রাখার জন্য এই টিপটি খুবই উপকারী। একটু ভাবুন যদি একটি বাড়িতে অথবা একটি অফিসে অনেকজন ইউজার একই কম্পিউটার ব্যবহার করে, তাহলে এর মধ্যে আপনার ব্যক্তিগত ফাউলগুলো ১০০% নিরাপত্তার কোন ব্যবস্থা থাকে না। আপনি হয়তো বা ৩য় কোন সফ্টওয়্যার ব্যবহার করবেন আপনার ফাইলটির নিরাপত্তার জন্য, কিন্তু আপনার মাইক্রোসফ্ট উইন্ডোজ এ এর কোন প্রয়োজনই নেই। আপনি উইন্ডোজ (এক্সপি, ২০০৩, ভিসটা) এ এট্রিব কমান্ড ব্যবহার করে সহযেই আপনার ফাইল অথবা ফোল্ডারটির এট্রিবিউট (রিড অনলি, হিডেন) চেন্ঞ্জ করতে পরেন, এবং আপনার ফাইলটিকে দিতে পারেন ১০০% নিরাপত্তা।
নিন্মানুসারে ফাইল/ফোল্ডারের এট্রিবিউট (Attribute) এডিট করতে হয়:-
- এটা করার জন্য আপনার কম্পিউটারটি অবশ্যই এডমিনিস্ট্রেটরে (Administrator) লগ ইন হতে হবে।
- এবার আপনার যে ফাইল/ফোল্ডারটি হাইড করতে পান তার পাথটি ভাল করে দেখে নিন। (উদাহরণস্বরুপ ধরুন আমার কম্পিউটারে D:\ ড্রাইবে borhan নামে একটি ফোল্ডার আছে)
- প্রথমে start মেনু থেকে run ডায়ালগ বক্স খুলুন, এর মধ্যে সিএমডি (cmd) লিখে ok চাপুন।
4. এবার টাইপ করুন এই কমান্ডটি "attrib +s +h D:\borhan" এবং ইন্টার চাপুন কমান্ডটি এক্সিকিউটের জন্য।
- এই কমান্ডটি আপনার D:\ ড্রাইব থেকে borhan নামের ফোল্ডারটি হাইড করে ফেলবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন।
- অন্য কেই এই ফোল্ডারটি আনহাইড করতে পারবে না। "Show hidden files and folders" অপশনটি ব্যবহার করে ও নয়।
- আপনি যখন ফোল্ডারটি আনহাইড করতে পান তখন আবার কমান্ড প্রম্পট খুলুন এবং এই কমান্ডটি "attrib -s -h D:\borhan" টাইপ করে এন্টার চাপুন, তাহলে আপনার ফোল্ডারটি আনহাইড হয়ে যাবে।
(বিশেষ দ্রষ্টব্য:- আপনি যদি কোন ফোল্ডার হাইড/আনহাইড করতে চান তাহলে আপনাকে কমান্ড দেওয়ার সময় শুধু ফোল্ডারের নাম টাইপ করলেই চলবে, কিন্তু যদি কোন ফাইল হাইড/আনহাইড করতে হয় তাহলে আপনাকে কমান্ড দেওয়ার সময় ফাইলটির নাম সহ ফাইল টাইপটি লিখতে হবে। যেমন:- .jpeg, .mpeg, .rar, .doc etc)।
ফাইলকে কোন কডিং ছাড়া পাসওয়ার্ড সেট ও ভাইরাস থেকে মুক্ত করা
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম এ কোন কোডিং ছাড়াই পাসওয়ার্ড সেট করতে পারি। এরজন্য-
1. প্রথমে.zip ফাইল তৈরি করে নিতে হবে। .zip ফাইল তৈরি করার জন্য যে কোন খালি জায়গায় ডান বাটন ক্লিক করে নিউ এ মাউস পইন্ট রাখব। কিছুক্ষন পর কিছু মেনু আসবে।
2. এখান থেকে “Compressed (zipped) Folder” এ ক্লিক করব। এখন”.zip”ফাইল তৈরি হয়ে গেছে। এবার এর নাম আপনার পছন্দ মত দিন।
3. এবার আমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে। এর জন্য ঐ .zip এর ভেতর যে ফাইলে পাসওয়ার্ড সেট করতে হবে সে ফাইল রাখব(Copy করে Paste করব)।
4. তারপর File Menu থেকে Add Password সিলেক্ট করব।
5. এখনে আসা উইন্ডো থেকে Password ও Confirm Password দিয়ে Ok বাটন ক্লিক করব।
6. তারপর যখন আমরা ঐ ফাইল অপেন করতে চাব, তখন আবার আপনারঐ পাসওয়ার্ড দিয়ে অপেন করতে হবে।
7. এভাবে রাখলে ঐ ফাইল এখন ভাইরাস থেকে মুক্ত।
ছবির ভেতরে ফাইল লুকিয়ে রাখা
আপনি চাইলে গুরম্নত্বপূর্ণ ফাইল সংকুচিত করে (জিপ) একটি ছবির (ইমেজ) মধ্যেও লুকিয়ে রাখতে পারেন। এজন্য-
1. আপনি যেকোন আর্কাইভ সফটওয়্যার ( উইজিপ, উইনবার, সেভেন জিপ ইত্যাদি) ব্যবহার করে গুরম্নত্বপূর্ণ ফাইলগুলোকে জিপ ( zip, rar, 7-zip যেকোন ফরম্যাটে) করম্নন।
2. ধরম্নন জিপ করা ফাইলের নাম document.zip এবং যে ছবির সাথে যুক্ত করবেন, সেই ইমেজ ফাইলের নাম Islam.jpg (অন্য ফরম্যাটের ইমেজ হলেও হবে)।
3. এখন এই ফাইল দুটি একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখুন।
4. এবার কমান্ড প্রম্পট ( Start>Run গিয়ে cmd লিখে OK করলেই হবে) খুলুন এবং উক্ত ঐ নির্দিষ্ট ফোল্ডারে ঢুকুন।
5. এবার copy/b Islam.jpg + document.zip new.jpg লিখে এন্টার করলে একই ফোল্ডারে new.jpg নামে নতুন একটি ইমেজ (ছবির) ফাইল তৈরি হবে।
6. এখন যদি উক্ত ইমেজ ফাইলটি খুলে দেখেন, তাহলে দেখতে পাবেন Islam.jpg-এর ছবিটি দেখা যাচ্ছে কিন্তু আপনি কোন ভাবেই document.zip ফাইল বা জিপ ফাইলের ভিতরে কোন তথ্য/ফাইল দেখতে পাবেন না।
7. স্বাভাবিকভাবে আপনার এই new.jpg ছবিটি দেখে অন্য কেউ ঘুণাÿরে ভাবতে পারবে না, এর মাঝে কোন গুরম্নত্বপূর্ণ ফাইল আছে বা থাকতে পারে।
8. এখন এই ফাইলটি পেতে হলে new.jpg ফাইলটি অনজিপ করলেই হবে।
তৈরী করা যাবে অদৃশ্য ফোল্ডার
ফোল্ডার লুকাবার অনেক পদ্ধতি আমরা জানি কিন্তু সম্পূর্ণ রম্নপে ফোল্ডার অদৃশ্য করার পদ্ধতি অনেকেই জানি না। তৈরীকৃত ফোল্ডার অদৃশ্য করার জন্য-
1. প্রথমে Desktop-এ মাউসের ডান বাটন ক্লিক করম্নন।
2. এবার প্রদর্শিত সাব-মেনু থেকে New-এ ক্লিক করে Folder-এ ক্লিক করম্নন। ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরী হবে।
3. এরপর তৈরীকৃত নতুন Folder-টিতে মাউসের ডান বাটন ক্লিক করে Rename-এ ক্লিক করম্নন এবং Key Board থেকে Alt+255 চাপুন।
4. এবার ডেস্কটপে বিনা নামের ( যার কোন নাম নাই ) একটি ফোল্ডার ক্রিয়েট হবে।
5. এখন আরেকবার ফোল্ডারটিতে ডান বাটন ক্লিক করে Properties-এ ক্লিক করম্নন। পর্দায় Properties উইন্ডো আসবে।
6. এবার উক্ত উইন্ডোর Customize ট্যাবে ক্লিক করে Change Icon বাটনে ক্লিক করম্নন। পর্দায় Change Icon for Folder উইন্ডো আসবে।
7. প্রদর্শিত উইন্ডোটিতে বিভিন্ন ধরনের ফোল্ডার আইকনের ছবি দেখা যাবে। এবার একটি খালি আইকন খুঁজে বের করে OK করম্নন।
নোট: প্রদর্শিত Change Icon for Folder উইন্ডোটিতে বিভিন্ন ধরন, সাইজ ও রঙের ফোল্ডারের আইকনগুলোর ছবি সাজানো আছে। সাজানো ছবিগুলোর মাঝে যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাতে মাউস ক্লিক করলেই খালি ফোল্ডারের আইকন পাওয়া যাবে।এবার Apply এবং OK করম্নন। এখন ডেস্কটপে গিয়ে দেখুন, ফোল্ডারটি আর দেখা যাচ্ছে না।
বি:দ্র: ফোল্ডারটি দেখা ও ওপেন করার জন্য- যেস্থান হতে ফোল্ডারটি অদৃশ হয়েছে, সেখানে ক্লিক করলেই ফোল্ডারটি পাওয়া যাবে।
ব্যক্তিগত ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখা
উইন্ডোজ এক্সপিতে ইচ্ছা করলে আপনার ব্যক্তিগত ফাইল বা ফোল্ডার গুলো লুকিয়ে রাখতে পারেন, যাতে অন্য কেউ আপনার ফাইলগুলো খুঁজে না পায়। এজন্য-
- আপনি যে ফাইল বা ফোল্ডারগুলো লুকিয়ে রাখতে চান, তা সিলেক্ট করে তার উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে Proper- ties ক্লিক করুন। Properties ডায়ালগ বক্স আসবে।
- এখন Properties ডায়ালগ বক্সের General ট্যাবে ক্লিক করে নীচের দিকে Attributes থেকে Hidden অপশনের বাম দিকের বক্সে টিক চিহ্ন দিয়ে Apply করুন।
- এবার Confirm Attributes Changes ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সে প্রয়োজনীয় অপশনে ক্লিক করে OK করুন।
অত:পর পূনরায় OK করুন।
- যদি OK করার পরও ফাইলটি দেখা যায়, তাহলে মেনুবারের Tools মেনু থেকে Folder Options-এ ক্লিক করুন।
অথবা
Start>Settings/Control Panel>(Appearance and Themes) >Folder Options ক্লিক করুন।
- এখন Folder Options ডায়ালগ বক্স থেকে View ট্যাবে ক্লিক করে Advanced Settings অপশন থেকে Hidden files and folders অপশনের Do not show hidden files and folders অপশনটি সিলেক্ট করে Apply করে OK করুন। এবার ফাইলগুলো আর দেখা যাবেনা।
- আবার লুকানো ফাইল বা ফোল্ডারগুলো খুঁজে দেখার প্রয়োজন হলে মেনু বারের Tools>Folder Options-এ ক্লিক করুন।
অথবা
Start>Settings/Control Panel>(Appearance and Themes)>Folder Options ক্লিক করুন।
7. এবার Folder Options ডায়ালগ বক্সের View ট্যাবে ক্লিক করে Advanced Settings অপশন থেকে Hidden files and folders অপশনের Show hidden files and folders অপশনটি সিলেক্ট করে Apply এবং OK করুন।
8. এবার Hidden ফাইল বা ফোল্ডার দেখা যাবে।
গোপন ফাইল বা ফোল্ডারকে আরও গোপন করে রাখুন
1. প্রথমে Start>Run-এ গিয়ে regedit লিখে এন্টার করম্নন।
2. এরপর যে উইন্ডোটি ওপেন হবে সেখান থেকে যথাক্রমে-
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\
Windows\CurrentVersion\Explorer\Advanced\
Folder\Hidden\SHOWALL-এ ক্লিক করম্নন।
3. এরপর ডান পাশে যে লিস্টটি দেখাবে, সেখান থেকে Checked Value তে ডাবল ক্লিক করম্নন।
4. সবশেষে Value data থেকে ১ কেটে ০ লিখতে হবে এবং OK করতে হবে।
5. ব্যস হয়ে গেলে আর কোন হিডেন ফাইল বা ফোল্ডার টুলস মেনু শো করার পরও শো করবে না।
নোট: হিডেন ফাইল আবার দেখতে চাইলে উপরের জায়গায় গিয়ে যেখানে ০ দেয়া আছে সেখানে আগের মতো ১ করে দিলেই আবার সব ফাইল দেখা যাবে।
File লুকানোর নতুন পদ্ধতি
সাধারণত সবাই File hidden করে, Folder Option-এ View Tab থেকে “Do not show hidden files and folders’’ Check করে File Hidden করে। কিন্তু যেহেতু প্রায় সকলেই এই পদ্ধতি জানে তাই এই পদ্ধতিতে file ঠিক গোপন হয় না। File অদৃশ্য করার জন্য অন্য একটি পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। এজন্য-
- প্রথমে যে ফাইলগুলোকে লুকাতে চান সেগুলোকে একটি Folder-এ রাখুন। ধরম্নন এই Folder-টির নাম দেওয়া হলো “Hidden”।
- এবার এই Hidden Folder-টি আর একটি Folder (ধরম্নন New Folder)-এর ভেতর রাখুন।
- এখন “Hidden” Folder টি Select করে Right Click করে Properties খুলুন।
- এবার Customize Tab-এ Click করম্নন, ChangeIcon...থেকে (%SystemRoot%\system32\SHELL32.dll,51) Icon টি Select করে OK করম্নন।
- এবার Folder-টি Rename করে Alt Press করে 1039 Type করম্নন।
- দেখুন Folder-টির Icon-ও নেই, কোন নামও নেই। কিন্তু Folder Name-এর বদলে কিছু কালো কালো দাগ দেখা যাবে।
- এখন New Folder-এর ভেতর File>New>Text Document Open করে তাতে [{BE098140-A513-11D0-A3A4-00C04F D706EC}] IconArea_Text = 0x00FFFFFFLine দুটি লিখে সেভ করম্নন ও “Desktop.ini” নামে Rename করম্নন।
- View as Lists করম্নন। Desktop.ini File টি Hidden করম্নন।
- New Folder টি close করে Open করম্নন।
১০. দেখুন তো Hidden Folder টি দেখা যাচ্ছে কিনা।