Thursday, March 17, 2011

ফোল্ডার কে আইএসও (ISO) ফাইলে রূপান্তর করা

ফোল্ডারকে জিপ করার বিভিন্ন সফটওয়্যার আছে কিন্তু আইএসও (‌ইমেজ) তৈরী করার ভাল কোন সফটওয়্যার নেই। তবে ফোল্ডার২আইএসও দ্বারা সহজেই একটি ফোল্ডারের তথ্যকে আইএসও বানানো যায়। ফ্রিওয়্যার এবং পোর্টেবল সফটওয়্যারটি www.trustfm.net/divx/SoftwareFolder2Iso.php থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে সমর্থন করে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...