Thursday, March 17, 2011

এক সফটওয়্যারে চলবে প্রায় সকল ধরনের ফাইল

অফিস ফাইল চালাতে যেমন কম্পিউটারে অফিস ইনস্টল থাকতে হয় তেমনই মিডিয়া ফাইল চলাতে মিডিয়া প্লেয়ার থাকতে হয়। তবে যদি ইউনিভার্সেল ভিউয়ার থাকে তাহলে এসব কোন সফটওয়্যার ইনস্টল থাকার দরকার নেই। ইউনিভার্সেল ভিউয়ার দ্বারা প্রায় ইমজে ফাইল, মিডিয়া ফাইল, ইন্টারনেট রিলেটেড ফাইল, ওপেন অফিস, মাইক্রোসফট অফিস ইত্যাদি সকল ফাইল সমর্থন করে। এছাড়াও টেক্সট ফাইলগুলোকে প্লেন টেক্সটে রূপান্তর করা যায়। সফটওয়্যারটির ইনস্টলার এবং বহনযোগ্য সংস্করণ www.uvviewsoft.com থেকে ডাউনলোড করা যাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...