Thursday, March 17, 2011

পার্টেড ম্যাজিক দ্বারা হার্ডডিক্সের সমস্যা সমাধান করা

হার্ডডিক্সে সমস্যা হলে বিভিন্ন টুলস দ্বারা এর সমাধান করা যায়। পার্টিশন করা বা এধরনের সমস্যা সমাধানের দারুন একটি বুটেবল টুলসের সমস্টি হচ্ছে পার্টেড ম্যাজিক। এতে রয়েছে পার্টিশন প্রোগ্রাম, ফাইল সিস্টেম টুলস, বুটিং লোডার টুলস, এক্স ইউটিলিটিস, কনসল ইউটিলিটিস শ্রেণীতে ১০০টির মত টুলস। পূর্ণাঙ্গ তলিকা পাবেন www.partedmagic.com/programs.html এখানে। পার্টেড ম্যাজিক এর ১৩৫ মেগাবাইটের আইএসও ফাইলটি http://sourceforge.net/projects/partedmagic/ থেকে ডাউনলোড করে সিডিতে রাইট করে নিন। ফ্রিওয়্যার, ওপেন সোর্স এই বুটেবল ডিক্সটি দ্বারা কমিপউটার চালু করে সমাধান করতে পাবেন হার্ডডিক্সের বিভিন্ন সমস্যাগুলোর।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...