Saturday, March 19, 2011

ওয়ার্ডপ্রেসে মন্তব্যের ঘরে গ্রাভাটারের প্রোফাইল হভারকার্ড ব্যবহার করুনcomon

আমি আমার ব্লগের জন্য এরকম একটা অপশন খুজতে খুজতে পেয়ে গেলাম এবং আমার ব্লগে সফলভাবে প্রয়োগ করলাম। আমি একা এই সুবিধা ভোগ করবো কেন, আপনারাও করুন। সেই জন্য আপনারও আপনাদের ব্লগে যুক্ত করুন। গ্রাভাটার হভারকার্ড কি? এটির মাধ্যমে আপনাদের ব্লগে মন্তব্যের ছবিতে মাউস নিয়ে গেলে গ্রাভাটারে প্র্রোফাইল সম্পাদন করা থাকলে তার প্রোফাইল দেখাবে।
2011-02-17_132344 
এটি দেখতে আমার ব্লগের যে কোন পোষ্টে দেখুন। এটি দেখতে হবে অনেকটা নিচের ছবির মত।
2011-02-17_132226 
এর জন্য গ্রাভাটার ডট কম এ আপনার একাউন্ট থাকতে হবে এবং প্রোফাইল সম্পাদন করতে হবে। আর গ্রাভাটারে যাদের এ্যাকাউন্ট নাই তাদের ছবি হভারকার্ড এ আসবে না। আসুন দেখি কিভাবে এটি করা যায়। প্রথমে আপনার ব্লগের ড্যাসবোর্ড এ লগিন করুন। সাজসজ্জা খেকে সম্পাদক এ যান। সেখান থেকে functions.php তে যান। এখানে নীচের এই কোডটি বসিয়ে দিন
wp_enqueue_script( ‘gprofiles’, ‘http://s.gravatar.com/js/gprofiles.js’, array( ‘jquery’ ), ‘e’, true );
আর যদি আপনার ব্লগের একটিভ থীমের ভিতর functions.php ফাইল না থাকে তাহলে নোটপ্যাড দিয়ে টেক্সট তৈরী করে তার ভিতর কোডটি দিয়ে Hovercards.php নামে সেভ করুন। কোডটি এখান থেকে দেথুন
এই ফাইলটি আপনার ব্লগের সার্ভারে প্লাগিন ফোল্ডারে আপলোড করুন এবং প্লাগিনটি সক্রিয় করুন। দেখুন আপনার ব্লগে গিয়ে যে, মন্তব্যের ঘরে গ্রাভাটারে হভারকার্ড হচ্ছে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...