Saturday, March 19, 2011

ওয়ার্ডপ্রেস ব্লগের ব্যবহারকারীদের পদবী

যারা নতুন ব্লগ খোলেন তারা এই সমস্যাটিতে বেশী ভুগেন। আমি নিজেও ভুগেছি এই সমস্যায়। ওয়ার্ডপ্রেস প্রথমে ইংরেজীতে থাকে , পরে যারা বাংলা বানিয়ে ফেলেন তারা বাংলা অনেক মেনু বুঝে উঠতে পারে না আর এমন একটি মেনু হলো ব্যবহারকারীদের পদবী। ওয়ার্ডপ্রেস ব্লগ বাংলা করাতে ব্যবহারকারী/রোল এর পরিচয় নিয়ে দিধ্বাদন্দিতায় পড়ে যায়। কোন রোলের কি ক্ষমতা না জানায় নতুন ব্যবহারকারীকে রোল দেওয়া মুশকিল হয়। তাই আমি আজ সমস্যা থেকে মুক্ত করতে এই পোষ্ট লিখলাম।


ব্লগ ব্যহারকারীর রোল/পদবী গুলো–
Subscriber (পাঠক):
প্রকাশিত পোষ্ট এবং পাতা দেখতে পারবে
Contributor(সহযোগি):
পাঠকের গুনাবলি থাকবে
পোষ্ট করতে পারবে কিন্তু পোষ্টটি রিভিউতে থাকবে , পোষ্ট প্রকাশিত হলে আর পোষ্টটি সম্পাদন করতে পারবে না
Author (লেখক):
পাঠকের গুনাবলি থাকবে
সহযোগি গুনাবলি থাকবে
পোষ্ট করতে পারবে , পোষ্টটি সম্পাদন করতে পারবে
Editor (সম্পাদক):
পাঠকের গুনাবলি থাকবে
সহযোগি গুনাবলি থাকবে
লেখকের গুনাবলি থাকবে
যে কোন ব্যবহারকারীর পোষ্ট প্রকাশ করতে পারবে , সম্পাদন করতে পারবে
পাতা সম্পাদন করতে পারবে
বিভাগ সম্পাদন করতে পারবে , মন্তব্য নিয়ন্ত্রন করতে পারবে
পোষ্ট ব্যক্তিগত করতে পারবে
Administrator (প্রশাশক):
পাঠকের গুনাবলি থাকবে
সহযোগি গুনাবলি থাকবে
লেখকের গুনাবলি থাকবে
সম্পাদকের গুনাবলি থাকবে
সাইট কনফিগার করতে পারবে

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...