Saturday, March 19, 2011

ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরী করার পর প্রচারনার জন্য যা করতে পারেন

অনেকে আছে ব্লগ বানিয়ে পোষ্ট দেওয়া শুরু করে দেয়। ওয়ার্ডপ্রেস ব্লগ বানানোর পরও অনেক কিছুই করতে হয় , যেমন প্রাইভেসি প্রথম অবস্হায় সার্চ ইন্জীন থেকে ব্লক করে রাখা , ভালো মানের থীমস ব্যবহার করা,প্লাগিন ব্যবহার করা তারপর এ্যাডভার্টাইজিং করা মানে এসইও করা। এসইও নিয়ে অনেকে অনেক কথা বলে ফেলেছেন।
আমি এসইও নিয়ে কিছু বুঝি না, তাই এ নিয়ে আমি নতুন করে কিছু বলব না, তবে আমি ব্লগ বানোর পর যা করেছি তা আপনাদের মাঝে শেয়ার করছি। আসুন দেখি
  • ব্লগের ইউনিক নাম/টাইটেল দিন, বর্ণনা/ডেসক্রিপশন দিন
  • পার্মানেন্ট লিংক ছোট রাখুন, যেমন: http://bn.rm2334.com/?p=1191
  • প্রাইভেসি প্রথম অবস্হায় সার্চ ইন্জীন থেকে ব্লক করে রাখা
  • মেটা ট্যাগ দিন। আমি আমার ব্লগে যে মেটা ট্যাগ ব্যহার করেছি তা এখান থেকে দেখে নিতে পারেন [বি:দ্র: আমার দেওয়া মেটাট্যাগ ব্যবহার করলে অবশ্যই সম্পাদন করে নিবেন]
  • ইমেজে কোডে ALT ট্যাগ ব্যবহার করুন
  • সাইট সাবমিশন করুন গুগোল সাবমিট
  • এনালাইটিকস্ করুন গুগোল এনালাইটিকস্
  • ফেসবুকে ফ্যান পেজ তৈরী করুন
  • ফেসবুকে গ্রুপ তৈরী করুন
  • ফেসবুক গ্রুপ বা ফ্যান পেজের জন্য ফেসবুকের বিভিন্ন আরএসএস এ্যাপ্লিকেশন ব্যবহার করুন। যেমন: Social RSS , NetworkedBlogs , RSS Graffiti
  • টুইটারে এ্যাকাউন্ট খুলুন
  • ফীডবার্নার এ সাবসক্রাইবার ফীড তৈরী করুন
  • ইউটিউবে চ্যানেল তৈরী করুন
  • গুগোল প্রোফাইল তৈরী করুন
  • বিভিন্ন ব্লগ বা ফোরামে পোষ্ট লিখে পোষ্টের নীচে আপনার ব্লগের লিংক দিন
  • ওয়েব ডিরেক্টরীতে আপনার সাইট সাবমিট করুন

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...