ওয়ার্ডপ্রেস এর এ্যাডমিন প্যানেল এর পোষ্ট মেনুতে কোন এ্যাডমিন পোষ্ট বা My Posts অপশন বা সাবমেনু নেই। আপনাকে সকল লেখকের পোষ্টগুলো একসঙ্গেই দেখতে হবে এবং একটা একটা করে খুঁজে বের করতে হবে। কিন্তু এই ডেভেলপার ভাই নিজেই একটা কোড লিখেছেন, যেটা আপনি শুধু কপি/পেষ্ট করে দিলেই আপনার ওয়ার্ডপ্রেস এর এ্যাডমিন প্যানেল এর পোষ্ট মেনুর নিচে নতুন একটি My Posts সাবমেনু দেখতে পারবেন।

নিচের এই কোডটুকু আপনার ওয়ার্ডপ্রেস থীম এর functions.php ফাইল এর ভেতরে কপি করে পেষ্ট করে দিন। তাহলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ্যাডমিন প্যানেলে গিয়ে দেখতে পারবেন নতুন একটি সাবমেনু যুক্ত হয়েছে।
add_action(’admin_menu’, ‘manchu_myposts’);
ঠিক এই নিচের ছবিটার মতো।

নিচের এই কোডটুকু আপনার ওয়ার্ডপ্রেস থীম এর functions.php ফাইল এর ভেতরে কপি করে পেষ্ট করে দিন। তাহলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ্যাডমিন প্যানেলে গিয়ে দেখতে পারবেন নতুন একটি সাবমেনু যুক্ত হয়েছে।
add_action(’admin_menu’, ‘manchu_myposts’);
function manchu_myposts()
{
if (function_exists(’add_submenu_page’))
{
//$parent, $page_title, $menu_title, $access_level, $file, $function = ”
add_submenu_page(’edit.php’,'My Posts’,'My posts’, 1, ‘edit.php?post_type=post&author=’.get_current_user_id());
}
}
add_action('admin_menu', 'manchu_myposts');function manchu_myposts(){ if (function_exists('add_submenu_page')) { //$parent, $page_title, $menu_title, $access_level, $file, $function = '' add_submenu_page('edit.php','My Posts','My posts', 1, 'edit.php?post_type=post&author='.get_current_user_id()); }}