Saturday, March 19, 2011

ওয়ার্ডপ্রেস এ্যাডমিন প্যানেলে যুক্ত করুন My Post সাবমেনু

ওয়ার্ডপ্রেস এর এ্যাডমিন প্যানেল এর পোষ্ট মেনুতে কোন এ্যাডমিন পোষ্ট বা My Posts অপশন বা সাবমেনু নেই। আপনাকে সকল লেখকের পোষ্টগুলো একসঙ্গেই দেখতে হবে এবং একটা একটা করে খুঁজে বের করতে হবে। কিন্তু এই ডেভেলপার ভাই নিজেই একটা কোড লিখেছেন, যেটা আপনি শুধু কপি/পেষ্ট করে দিলেই আপনার ওয়ার্ডপ্রেস এর এ্যাডমিন প্যানেল এর পোষ্ট মেনুর নিচে নতুন একটি My Posts সাবমেনু দেখতে পারবেন।
ঠিক এই নিচের ছবিটার মতো।


নিচের এই কোডটুকু আপনার ওয়ার্ডপ্রেস থীম এর functions.php ফাইল এর ভেতরে কপি করে পেষ্ট করে দিন। তাহলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ্যাডমিন প্যানেলে গিয়ে দেখতে পারবেন নতুন একটি সাবমেনু যুক্ত হয়েছে।

add_action(’admin_menu’, ‘manchu_myposts’);
function manchu_myposts()
{
if (function_exists(’add_submenu_page’))
{
//$parent, $page_title, $menu_title, $access_level, $file, $function = ”
add_submenu_page(’edit.php’,'My Posts’,'My posts’, 1, ‘edit.php?post_type=post&author=’.get_current_user_id());
}
}
add_action('admin_menu', 'manchu_myposts');function manchu_myposts(){ if (function_exists('add_submenu_page')) { //$parent, $page_title, $menu_title, $access_level, $file, $function = '' add_submenu_page('edit.php','My Posts','My posts', 1, 'edit.php?post_type=post&author='.get_current_user_id()); }}

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...