Thursday, February 17, 2011

স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাটাসবার লুকানো


ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের নিচের দিকে স্ট্যাটাসবার নামে একটি অংশ থাকে কোনো ওয়েব পেইজ চালু হওয়া, কোনো লিংকের ওপর মাউস রাখলে বা কোনো কিছু নামিয়ে নিতে (ডাউনলোড) কতটুকু সময় লাগে তা এখানে দেখা যায় শুধু এই নির্দিষ্ট কাজটুকু ছাড়া এর আর তেমন কাজ নেইতবে জায়গা ঠিকই দখল করে রাখে স্ট্যাটাসবারটি ফায়ারফক্সের একটি প্রোগ্রাম (অ্যাড-অন) ব্যবহার করে এই স্ট্যাটাসবারটি সব সময়ের জন্য অথবা কাজ হচ্ছে না এমন সময় বন্ধ করে রাখা যায় জন্য অটো হাইড স্ট্যাটাসবার নামের অ্যাডঅনটি কম্পিউটারে ইনস্টল করলে এটি বন্ধ হয়ে যাবে তবে নির্দিষ্ট সময়ের জন্য চালু রাখতে অ্যাড-অনটির Preferences উইন্ডোতে গিয়ে আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগও রয়েছে কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য সব সময় যদি স্ট্যাটাসবার দেখতে চান সেটি ঠিক করে দেওয়া যাবে Preferences উইন্ডোর AHS Filters ট্যাব থেকে এখানে Floating status-bar নামে একটি অপশন আছে, যেটি চালু করলে স্ট্যাটাসবারটি সব সময় লুকানো অবস্থায় থাকবে, তবে মাউস পয়েন্টার ওই স্থানে আনলে স্ট্যাটাসবারটি দেখা যাবে অ্যাডঅনটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/1530 ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নেওয়া (ডাউনলোড) যাবে

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...