অনেক সময় দেখা যায় কম্পিউটারের সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থেকে সিডি বা ডিভিডি বের হয় না। আবার বিদ্যুত্ চলে গেলেও সিডি বা ডিভিডি রমে সিডি বা ডিভিডি আটকে যায়। এ অবস্থায় সিডি বা ডিভিডি বের করতে হলে একটি জেমস ক্লিপ বা মাঝারি সাইজের সুঁই বা পিনের প্রয়োজন হবে। তবে এ ক্ষেত্রে জেমস ক্লিপ ব্যবহার করা ভালো। প্রথমে জেমস ক্লিপটি সোজা করে নিন। এখন সিডি বা ডিভিডি-রম ড্রাইভের দিকে লক্ষ করলে দেখা যাবে যে একটি ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রটি একেক ড্রাইভে একেক জায়গায় থাকে। এবার ক্লিপটি ওই ছিদ্রে ঢুকিয়ে একটু একটু করে চাপ দিতে হবে। চাপ দিলে ড্রাইভের প্লেটটি কিছুটা বেরিয়ে আসবে। এবার সিডি ট্রেটিকে হাত দিয়ে আস্তে আস্তে টেনে বের করুন এবং ট্রে থেকে সিডি বা ডিভিডিটি বের করে নিন। সিডি বা ডিভিডিটি বের করা হলে ট্রেটি ধীরে ধীরে ভেতরে ঠেলে দিন। তবে সতর্কতার বিষয় এই যে, সিডি বা ডিভিডি পড়তে ড্রাইভ যদি অনেকক্ষণ সময় নেয়, তাহলে এ উপায়ে সিডি বা ডিভিডি বের করবন না। এ ক্ষেত্রে সিডি বা ডিভিডি বের করতে চাইলে ইজেক্ট বেতামটি চাপ দিন কিংবা কম্পিউটারটিকে রিস্টার্ট করে সিডি বা ডিভিডি বের করুন।
শিখেনিন Windows-7 Setup
আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

-
ওয়ার্ডপ্রেস অফিসিয়ালভাবে তাদের প্রথম HTML5 স্ট্যান্ডার্ড থিম প্রকাশ করলো। খুবই সাদামাটা ব্লগিং থিমটিতে HTML5 এর নতুন ট্যাগগুলো ব্যবহৃত হয়েছে...
-
পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বা পিডিএফ খুবই জনপ্রিয় ডকুমেন্ট ফরম্যাট। সম্প্রতি পিডিএফ এর মত ডাব্লিউডাব্লিউএফ ফাইল ফরম্যাট উইন্ডোজ অপারেটিং সি...