Thursday, February 17, 2011

অপ্রয়োজনীয় প্রোগ্রাম সরিয়ে ফেলুন


অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালানো থাকে এতে কম্পিউটারের গতি কমে যায় আপনার কম্পিউটারে কী কী প্রোগ্রাম চালু আছে তা জানতে Start/Run গিয়ে cmd লিখে কমান্ড খুলুন এবং tasklist লিখে Enter চাপুন যেসব প্রোগ্রাম কম্পিউটারে চালু আছে, তার তালিকা এখানে পেয়ে যাবেন এখান থেকে কোনো অপ্রয়োজনীয় প্রোগ্রাম বাদ দিতে চাইলে কমান্ড খুলে করুন এবং taskkill /im programname.exe/f লিখে Enter চাপুন এখানে programname.exe এর জায়গায় শুধু ওই প্রোগ্রামটির নাম হুবহু লিখলে ওই প্রোগ্রামটি বাদ হয়ে যাবে

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...