আজ আমরা দেখব ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ নাম্বার যোগ করা যায় । এই কাজটি খুব সহজে আপনি করতে পারেন এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে এখান থেকে WP Page Numbers প্লাগইনসটি ডাউনলোড করে নিতে হবে । তারপর এটিকে আনজিপ করে আপনার রুট ডাইরেক্টরীতে প্লাগইনস ফোল্ডারে আপলোড করতে হবে । তারপর আপনার ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেল থেকে প্লাগইনস এ গিয়ে এটিকে সক্রিয় করতে হবে । তারপর আপনার থ্রীমের মধ্যে যান এখান থেকে index.php নামে ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন । তারপর নিচের কোড টি খুজুন :
এটি ডিলেট করে নিচের কোডটি বসান :
তারপর আবার নিচের কোডটি খুজুন তারপর এটি ডিলেট করে দেন :
তারপর সেভ করুন । ব্যস কাজ শেষ । এভার দেখুন আপনার সাইটে পেজ নাম্বার যুক্ত হয়ে গেছে
- কোড: পুরো কোড সিলেক্ট করো
<?php next_posts_link('« Older Entries') ?>
এটি ডিলেট করে নিচের কোডটি বসান :
- কোড: পুরো কোড সিলেক্ট করো
<?php if(function_exists('wp_page_numbers')) : wp_page_numbers(); endif; ?>
তারপর আবার নিচের কোডটি খুজুন তারপর এটি ডিলেট করে দেন :
- কোড: পুরো কোড সিলেক্ট করো
<?php previous_posts_link('Newer Entries »') ?>
তারপর সেভ করুন । ব্যস কাজ শেষ । এভার দেখুন আপনার সাইটে পেজ নাম্বার যুক্ত হয়ে গেছে