আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব । তা হল আপনি আপনার সাইটের এডমিন পাসওয়ার্ডটি ভুলে গেলে তা কিভাবে পুনরুদ্ধার করবেন । কথা না বাড়িয়ে কাজে আসা যাক :
১) এডমিন পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হলে প্রথমে আপনার হোষ্টি এর সি প্যানেলে যেতে হবে । হোষ্ট সি-প্যানেলে যাওয়ার পর নিচের চিত্রের মত phpmyadmin এ ক্লিক করুন ।

২) তারপর নিচের চিত্রের মত phpmyadmin এর লগিন বক্স আসবে । এখানে লগিন করুন ।

৩) তারপর আপনার ডাটাবেজগুলা দেখতে পাবেন । আপনি আপনার সাইটটি যে নামের ডাটাবেজে এ রাখছিলেন তাতে ক্লিক করুন । এখানে আমার ডাটাবেস নাম woardpress তাই আমি নিচের চিত্রে woardpress এ ক্লিক করছি ।

৪) তারপর নিচের চিত্রর মত wp_users এ ক্লিক করুন ।

৫) wp_users এ ক্লিক করার পর আপনি আপনার সকল সদস্য এর ইউজার নেম দেখতে পাবেন । এখানে আপনার এডমিন নামটিও পাবেন । নিচের চিত্রের মত এডমিন নামের বাম পাশে এডিট নামে একটি অপশন পাবেন । এডিট এ ক্লিক করুন ।

৬) তারপর নিচের চিত্রের মত user_pass এর ঘরে আগের পাসওয়ার্ডটি মুছে নতুন পাসওয়ার্ড দেন । MD5 দিয়ে Go বাটনে ক্লিক করুন ।

ব্যাস এডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে । এতক্ষন দেখেছি ওয়ার্ডপ্রেসের এডমিন পাসওয়ার্ড পুনরুদ্ধার ।
জুমলার ক্ষেত্রে :
• উপরের ১,২ ও ৩ পদ্ধতি অনুসরন করুন ।
• তারপর নিচের চিত্রর মত jos_users এ ক্লিক করুন ।

তারপর উপরের ৫ ও ৬নং পদ্ধতি অনুসরন করুন ।
১) এডমিন পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হলে প্রথমে আপনার হোষ্টি এর সি প্যানেলে যেতে হবে । হোষ্ট সি-প্যানেলে যাওয়ার পর নিচের চিত্রের মত phpmyadmin এ ক্লিক করুন ।

২) তারপর নিচের চিত্রের মত phpmyadmin এর লগিন বক্স আসবে । এখানে লগিন করুন ।

৩) তারপর আপনার ডাটাবেজগুলা দেখতে পাবেন । আপনি আপনার সাইটটি যে নামের ডাটাবেজে এ রাখছিলেন তাতে ক্লিক করুন । এখানে আমার ডাটাবেস নাম woardpress তাই আমি নিচের চিত্রে woardpress এ ক্লিক করছি ।

৪) তারপর নিচের চিত্রর মত wp_users এ ক্লিক করুন ।

৫) wp_users এ ক্লিক করার পর আপনি আপনার সকল সদস্য এর ইউজার নেম দেখতে পাবেন । এখানে আপনার এডমিন নামটিও পাবেন । নিচের চিত্রের মত এডমিন নামের বাম পাশে এডিট নামে একটি অপশন পাবেন । এডিট এ ক্লিক করুন ।

৬) তারপর নিচের চিত্রের মত user_pass এর ঘরে আগের পাসওয়ার্ডটি মুছে নতুন পাসওয়ার্ড দেন । MD5 দিয়ে Go বাটনে ক্লিক করুন ।

ব্যাস এডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে । এতক্ষন দেখেছি ওয়ার্ডপ্রেসের এডমিন পাসওয়ার্ড পুনরুদ্ধার ।
জুমলার ক্ষেত্রে :
• উপরের ১,২ ও ৩ পদ্ধতি অনুসরন করুন ।
• তারপর নিচের চিত্রর মত jos_users এ ক্লিক করুন ।

তারপর উপরের ৫ ও ৬নং পদ্ধতি অনুসরন করুন ।