Saturday, July 23, 2011

কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় Registry ফাইল বাদ দিন


কখনো কখনো কম্পিউটার ইনস্টল করা কোনো সফটওয়্যার ডিলিট বা আন-ইনস্টল করার পরও তা Registry তালিকায় থেকে যায়। কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার অথবা প্রোগ্রাম ব্যবহারকারী ভুলবশত আন-ইনস্টল না করে সরাসরি ডিলিট করলে সাধারণত এ সমস্যা দেখা দেয়। কম্পিউটার ব্যবহারকারীকেই মাঝেমধ্যে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে দেখা যায়। এ সমস্যার একটি ভাল সমাধানের জন্য আপনাকে উইন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা করতে হবে।

আর এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো:
click –> start > run >

ডায়ালগ বক্সে regedit কথাটি লিখুন ।

এরপর HKEY-LOCAL-MACHINE > SOFTWARE

Microsoft >Windows >Current Version > Uninstall অংশে চলে যান। এখন এখান থেকে যে সফটওয়্যারগুলোকে আপনি ইতিমধ্যে আন-ইনস্টল বা ডিলিট করে ফেলেছেন, তা ওই তালিকা থেকে নির্বাচন করে মুছে ফেলুন। এখন রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে বেরিয়ে আসুন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R