Friday, July 22, 2011

ক্রিনসেভারে দেখুন আবহাওয়ার খবর

 আবহাওয়ার তথ্য, বাতাসের গতিবেগ ইত্যাদি স্ক্রিনসেভারে পাওয়া যাবে। ইয়োউইন্ডো সফটওয়্যারে আবহাওয়ার বিভিন্ন তথ্য এভাবে পাওয়া যায়। সফটওয়্যারটি বিনামূল্যে (Download) করুন। সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন এবং নিজের দেশ ও শহর নির্বাচন করুন।এবার প্রোগ্রাম মেনু থেকে Set YoWindow as Screensaver-এ ক্লিক করে স্ক্রিনসেভার হিসেবে ইয়োউইন্ডোকে সেট করুন। এরপর থেকে স্ক্রিনসেভারে বর্তমান আবহাওয়ার তথ্য দেখা যাবে।

কম্পিউটারের তারিখের ধরন বদলে নিন

 আমরা সাধারণত দিন-তারিখ লিখি‘দিন-মাস-বছর’ হিসেবে। কিন্তু কম্পিউটারে তারিখ থাকে ‘মাস-দিন-বছর’ হিসেবে। তাই প্রায়ই আমাদের দিন ও মাস নিয়ে সমস্যায় পড়তে হয়। কম্পিউটারের দিন-তারিখ দেখানোর ধরন পরিবর্তন করা যায় খুব সহজেই।কম্পিউটারের তারিখের ধরন বা ফরম্যাট পরিবর্তন করার জন্য প্রথমে Control panel-এ গিয়ে Regional and Language options-এ দুই ক্লিক করুন। এখন Customize-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Date-এ ক্লিক করুন।এখন Short date format-এ দেখুন mm-dd-yyyy নির্বাচন করা আছে। সেটি পরিবর্তন করে dd-mm-yyyy নির্বাচন করে OK করুন। পরের উইন্ডোতে আবার ok করুন। এখন দেখবেন আপনার কম্পিউটারের তারিখ পরিবর্তিত হয়ে দিন-মাস-বছরে রূপান্তরিত হয়েছে।

মুছে ফেলুন অদরকারি ফাইল

উইন্ডোজ ব্যবহারের ফলে প্রচুর Event ফাইল তৈরি হয়। এসব ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয়। অদরকারি ইভেন্ট ফাইল মুছতে My Computer-এ কারসর রেখে ডান ক্লিক করে Manage-এ যান। এখন System Tools/Event Viewer/Application অপশন নির্বাচিত করুন। লক্ষ করুন, ডানপাশে অনেক Event-এর তালিকা দেখা যাচ্ছে। এ ফাইলগুলো মুছতে ওপরের মেনুবার থেকে Action/Clear All Events নির্বাচিত করুন। এখন ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে No-তে ক্লিক করুন, Yes www ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈরি হবে।

 

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R