আবহাওয়ার তথ্য, বাতাসের গতিবেগ ইত্যাদি স্ক্রিনসেভারে পাওয়া যাবে। ইয়োউইন্ডো সফটওয়্যারে আবহাওয়ার বিভিন্ন তথ্য এভাবে পাওয়া যায়। সফটওয়্যারটি বিনামূল্যে (Download) করুন। সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন এবং নিজের দেশ ও শহর নির্বাচন করুন।এবার প্রোগ্রাম মেনু থেকে Set YoWindow as Screensaver-এ ক্লিক করে স্ক্রিনসেভার হিসেবে ইয়োউইন্ডোকে সেট করুন। এরপর থেকে স্ক্রিনসেভারে বর্তমান আবহাওয়ার তথ্য দেখা যাবে।
আমরা সাধারণত দিন-তারিখ লিখি‘দিন-মাস-বছর’ হিসেবে। কিন্তু কম্পিউটারে তারিখ থাকে ‘মাস-দিন-বছর’ হিসেবে। তাই প্রায়ই আমাদের দিন ও মাস নিয়ে সমস্যায় পড়তে হয়। কম্পিউটারের দিন-তারিখ দেখানোর ধরন পরিবর্তন করা যায় খুব সহজেই।কম্পিউটারের তারিখের ধরন বা ফরম্যাট পরিবর্তন করার জন্য প্রথমে Control panel-এ গিয়ে Regional and Language options-এ দুই ক্লিক করুন। এখন Customize-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Date-এ ক্লিক করুন।এখন Short date format-এ দেখুন mm-dd-yyyy নির্বাচন করা আছে। সেটি পরিবর্তন করে dd-mm-yyyy নির্বাচন করে OK করুন। পরের উইন্ডোতে আবার ok করুন। এখন দেখবেন আপনার কম্পিউটারের তারিখ পরিবর্তিত হয়ে দিন-মাস-বছরে রূপান্তরিত হয়েছে।
উইন্ডোজ ব্যবহারের ফলে প্রচুর Event ফাইল তৈরি হয়। এসব ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয়। অদরকারি ইভেন্ট ফাইল মুছতে My Computer-এ কারসর রেখে ডান ক্লিক করে Manage-এ যান। এখন System Tools/Event Viewer/Application অপশন নির্বাচিত করুন। লক্ষ করুন, ডানপাশে অনেক Event-এর তালিকা দেখা যাচ্ছে। এ ফাইলগুলো মুছতে ওপরের মেনুবার থেকে Action/Clear All Events নির্বাচিত করুন। এখন ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে No-তে ক্লিক করুন, Yes www ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈরি হবে।