
দারুন এবং সহজ একটি সফটওয়্যার হলো Photo to Cartoon। এই সফটওয়্যার দ্বারা আপনার ছবিকে কার্টুন আকারে তৈরী করতে বা কনভার্ট করতে পারবেন। ছোট্ট একটি সফটওয়্যার এটি। প্রথমে সফটওয়্যার’টি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড আপনার কম্পিউটারে চালু করুন
তারপর File থেকে Lode photo তে ক্লিক করে আপনার পছন্দের ছবি দেখিয়ে দিন এবার Step 1,2,3 থেকে মডিফাই করে আউটপুট প্রিভিউ দেখতে পারবেন এবং ছবিটি আপনার কম্পিউটারে সেভ করতে পারবেন। সফটওয়্যার’টি 3.7 Mb নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ইন্সটলার এবং পোর্টবেল আকার দু;টি লিঙ্ক থেকে আপনার’টি ডাউনলোড করে নিন।