কম্পিউটারের ভিডিও ফাইল বা ক্লিপ থেকে অনেক সময় ডিভিডি তৈরী করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যাবহার করতে পারেন Free DVD Creator সফটওয়্যার’টি। এই সফটওয়্যার দ্বারা আপনার কম্পিউটারের মিউজিক ভিডিও, মুভি, ক্লিপ ইত্যাদি থেকে ডিভিডি তৈরী করতে পারবেন। এটি একটি ফ্রি সফটওয়্যার। DVD+R/DVD+RW বা DVD-R/DVD-RW ফরমেটের ব্ল্যাঙ্ক ডিভিডি’তে বার্ন করতে পারবেন। এছাড়া DVD-9 (DVD+R9, DVD+R) ডিস্কেও বার্ন করতে পারবেন। AVI to DVD, DivX to DVD, Xvid to DVD, MPEG to DVD, WMV to DVD, MP4 to DVD, MOV to DVD, RM to DVD ইত্যাদি ফরমেট সাপোর্ট করবে।
যেভাবে Free DVD Creator দ্বারা ডিভিডি তৈরী করবেন:
প্রথমে ডাউনলোড লিঙ্ক থেকে সফটওয়্যার’টি ডাউনলোডের পর ইন্সটল করুন। সফটওয়্যার’টি চালু করলে Crear Video DVD এ ক্লিক করুন।
তারপর Add অপশনে ক্লিক করে আপনার নিবার্চিত ফাইলগুলো এড করে দিন। ভিডিও সেটিং থেকে প্রয়োজনীয় অপশন সম্পাদন করতে হবে।
DVD ম্যানু থেকে আপনার ইচ্ছেমত ম্যানু এডিট করতে পারবেন এবং প্রিভিও দেখতে পারবেন।
নেক্সট বাটনে ক্লিক করার পর Start Burning এ ক্লিক করুন তারপর আপনার ভিডিও ফাইল থেকে ডিভিডি তৈরী হবে।