Wednesday, July 20, 2011

আপনার PC চালু হবার পর আপনাকে স্বাগতম জানিয়ে বলবে- Welcome to your pc

WELCOME আপনার PC চালু হবার পর আপনাকে স্বাগতম জানিয়ে বলবে  Welcome to your PC…
আপনারা অনেকেই Hollywood এর বিভিন্ন ছবিতে দেখেছেন Computer তাদের User দের নাম ধরে স্বাগত জানায়। আপনি সহজেই আপনার Computer এ এটি করতে পারেন। Computer চালু হলেই আপনার নাম ধরে স্বাগতম জানিয়ে বলবে- Welcome to your PC… । এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-
1. NotePad Open করুন
2. নিচের Code গুলো Copy করে NotePad এ Paste করুন
Dim speaks, speech
speaks="Welcome to your PC, Username"
Set speech=CreateObject("sapi.spvoice")
speech.Speak speaks

3. Username এর জায়গায় আপনার নিজের নাম লিখুন
4. File টি Save করুন এ নামে: Welcome.vbs
5. File টি Copy করুন এবং ‍Startup Folder এ Paste করুন।(Win XP- C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup) (Win 7- C:\Users\Username\AppData\Roaming\Microsoft\Windows\Start Menu\Programs\Startup)
6. এখন Computer Restart দিন এবং দেখুন মজা!!!
N.B
> বাংলা নাম ভালভাবে উচ্চারন করতে পারে না। ইংরেজি পারে। তাই আপনি শুধু Welcome to your Pc এটুকু রাখতে পারেন। Username কেটে দিন।
> ভালভাবে কাজ করার জন্য PC এর Sound Scheme এ গিয়ে No Sound Select করুন।
> Welcome to your Pc, Username এর জায়গায় আপনি ইচ্ছামত যে কোন কিছুই লিখতে পারেন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...