এরকম একটি ডেক্সটপ এর মধ্যে একাধিক ডেক্সটপ থাকার প্রজুক্তিকে ভার্চুয়াল ডেক্সটপ বলে । ভার্চুয়াল ডেক্সটপ প্রজুক্তি সম্পন্ন সফটওয়্যার অনেক আছে তবে তার মধ্যে dexpot সফটওয়্যারেই সবচেয়ে ভাল । তাই আজকে আমরা dexpot হাত ধরে গুরে আসব ভার্চুয়াল ডেক্সটপ এর জগৎ থেকে .........
তবে এর আগে দেখে আসি ভার্চুয়াল ডেক্সটপ এর জগৎ এ Dexpot কেন রাজা
- এর মাধ্যমে ২০ টি ভার্চুয়াল ডেক্সটপ তৈরি করা যায় এবং খুব সহজেই সুইচ করা যায় ।
- প্রত্যেক ডেক্সটপের স্বতন্ত্র নাম ,আইকন ,ফাইলস ,শর্টকাটস,ওয়ালপেপার ,স্ক্রীন রেজোলিউশান ,রানিং অ্যাপ্লিকেশান উইন্ডোজ এর transparency , ইত্তাদি এর ব্যাবস্থা রয়েছে ।
- এই সফটওয়্যার এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো যা আমার কাছে সবচেয়ে প্রিয় তা হলো full-screen preview ও windows catalogue (নিচে এ নিয়ে আলোচনা করা হয়েছে)।
- এছাড়া রয়েছে আরো আরো সুবিধা যা অন্য গুলোর মধ্যে নেই।
প্রথমে চলুন dexpot কে একটু পরখ করে নেই ............
#প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করি এবং ইন্সটল করি ।#এবার ডেক্সটপ ম্যানেজার ওপেন করি ।

#এখন আমাদের ইন্টারনেট এ ব্যবহৃত সফটওয়্যার গুলো সিলেক্ট করে ডেক্সটপ ২ এ ছেরে দেই অর্থাৎ ড্রাগ অ্যান্ড ড্রপ করি

#এভাবে আমরা আমাদের গেম ও মাল্টিমিডিয়া সফটওয়্যার গুলি যথাক্রমে ডেক্সটপ ৩ ও ডেক্সটপ ৪ এ ড্রাগ অ্যান্ড ড্রপ করি


@@আপনাদের বুঝতে অসুবিধা হলে এ ভিডিও টা দেখুন ।
***গোছাগাছি তো হয়ে গেল এবার চলুন সাজগোজ করি ***
#প্রথমে configure desktop এ যাই
#এখান থেকে আপনি প্রতিটি ডেক্সটপ এর জন্য নাম,resolution,ম্যানেজার আইকন ইত্তাদি পরিবর্তন করতে পারবেন ।

#এবার প্রতিটি ডেক্সটপ এর ব্যাকগ্রাউন্ড এর জন্য আলাদা আলাদা ওয়ালপেপার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ট্যাব এ ক্লিক করুন ।

#এখান থেকে খুব সহজেই আপনি প্রতিটি ডেক্সটপ এর জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ।

***চলুন দেখি এবার Dexpot এর সৌন্দর্য ***
#এখন full screen preview তে ক্লিক করুন এবং দেখুন মজা

#এখন আপনি যে ভার্চুয়াল ডেক্সটপ এ যেতে চান তার উপর খালি ক্লিক করুন।
## প্রাথমিকভাবে dexpot এ ডিফল্ট ভাবে ৪ টি ভার্চুয়াল ডেক্সটপ রয়েছে ,আপনি ইচ্ছে করলে তা বাড়িয়ে ২০ টি পর্যন্ত করতে পারেন। নিচে তা চিত্রের মাধ্যমে দেখানো হলো


##অনেক সময় এরকম হতে পারে যে ডেক্সটপ ১ এ একটি প্রোগ্রাম /সফটওয়্যার রান করছে কিন্তু তা আপনার দরকার ডেক্সটপ ২ তে তখন কি করবেন চলুন তা দেখিনি

