এবার শুধুমাত্র ছবি লক করার জন্য এই ৩২ কেবির এই ছোট্ট সফটওয়্যারটি শেয়ার করছি| Lockimageনামের এই সফটওয়্যারটির মাধ্যমে যে কোন ইমেজকে প্যাসওয়ার্ড প্রোটেক্ট করা যাবে| কম্পিউটারে যদি কোন গুপ্ত ছবি থাকে এবং অন্য কারও নজর থেকে ইমেজটিকে বাঁচিয়ে রাখতে হয় তবে এই Lockimage কে ব্যাবহার করা যাবে|
গুগল কোড লক ইমেজ http://code.google.com/p/lockimage এখানে ভিসিট করে জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ LockImage-0.1-bin.zip করে রান করলেই হবে| এটি রান করলেই সামনে যে উনন্ডো আসবে তার File অপশনে গিয়ে ইমেজটি লোকেশান দেখিয়ে দিলেই ইমেজটি এর মধ্যে অপেন হবে, এবার আর একবার File এ গিয়ে Save As করলেই প্যাসওয়ার্ডের উনন্ডো আসবে এখানে প্যাসওয়ার্ডের দিয়ে সেভ করলেই ইমেজটি প্যাসওয়ার্ড প্রোকেক্ট হয়ে যাবে| এর পর থেকে ইমেজটি অপেন করতে হলে প্যাসওয়ার্ড দিয়ে অপেন করতে হবে|