Wednesday, July 20, 2011

ছোট একটি সফটওয়্যারের সাহায্যে আপনার প্রয়োজনীয় ফোল্ডারকে পাসওয়ার্ড লক করুন (মাইক্রো টিউন)

Fake Folder ছোট একটি সফটওয়্যারের সাহায্যে আপনার প্রয়োজনীয় ফোল্ডারকে পাসওয়ার্ড লক করুন (মাইক্রো টিউন)আমরা যারা কম্পিউটার ব্যবহার করি সবারই কিছু না কিছু ব্যক্তিগত ফাইল থাকে যা গোপনে বা নিরাপদে সংরক্ষন করতে হয়। কিন্তু এরকম গোপনীয় ফাইলগুলোকে যদি আমরা কোন একটি ফোল্ডারে ভরে পাসওয়ার্ড দিলে লক করে দেই তাহলে সেটি আর কেউ খোলার বা দেখার ভয় থাকে না। আপনার ফাইলটি আপনি যেভাবে রাখবে সেভাবেই নিরাপদে থাকবে। আপনার যখন প্রয়োজন হবে তখন পাসওয়ার্ড দিয়ে ফোল্ডারটি ওপেন করে আপনার কাজ করুন এবং কাজ সেরে আবার লক করে রাখুন।
এই কাজটি আপনি ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে করতে পারবেন। সফটওয়্যারটির নাম Fake Folder. সফটওয়্যারটির সাইজ মাত্র 88 KB। Fake Folder এর জিপ ফাইলটি এখান থেকে ডাউনলোড করে আনজিপ করে নিন। তারপর ব্যবহার করুন। ব্যবহার পদ্ধতি খুবই সহজ একটু চেষ্টা করলেই পারবেন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...