Tuesday, July 19, 2011

সিস্টেম বিপ শব্দ বন্ধ করা

অনেক সময় পিসির সিস্টেম শব্দগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই শব্দ বন্ধ করার জন্য স্পিকার মিউট করলে আমরা পিসিতে গানও শুনতে পারব না। আপনি সহজেই এই বিপ সাউন্ডগুলো হতে মুক্তি পেতে পারেন।

1. Start>Run-G গিয়ে Regedit.exe টাইপ করুন এবং OK করুন।

2. নতুন উইন্ডোতে HKEY_CURRENT_USER ওপেন করুন।

3. এখন ControlPanel-G গিয়ে Sound অপশনটি ওপেন করুন।

4. এখান থেকে Beep লেখা এন্ট্রিতে ডাবল ক্লিক করুন এব Value টিকে no তে সেট করুন।

5. এরপর আবার কখনো যদি আপনি সিস্টেম সাউন্ডগুলো শুনতে আগ্রহী হন তাহলে ValuewU আবার Yes-G সেট করে দিতে হবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...