Tuesday, July 19, 2011

বড় করুন উইন্ডোজের ক্যালকুলেটর

আমরা হিসাব নিকাশের জন্য প্রায় সবসময়ই ক্যালকুলেটর ব্যবহার করে থাকিআর হাতের কাছে কম্পিউটার থাকলেতো কথায় নেইউইন্ডোজের সাধারণ এবং সায়েন্টিফিক ক্যালকুলেটরতো রয়েছেকিন্তু এই ক্যালকুলেটর তুলনামূলক ছোটআপনি চাইলে সহজেই ডিফল্ট ক্যালকুলেটর বড় করে নিতে পারেনএজন্য প্রয়োজন Resource Hacker সফটওয়্যারযার দ্বারা আপনি ক্যালকুলেটর হ্যাক করে সাইজ আপনার ইচ্ছামত বড় করতে পারবেনwww.users.on.net/johnson/resourcehacker থেকে Resource Hacker সফটওয়্যারটি ডাউনলোড করে নিনএবার সফটওয়্যারটি চালু করে উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডার (C:\Windows\System32) থেকে calc.exe ফাইলটি ওপেন করুনএবার বাম দিকের প্যানে রিসোর্স তালিকা থেকে Dialog ট্রির ১০১ ফ্লোডারে ১০৩৩ নামের রিসোর্স ফাইলটি ব্রাউজ করুনএবার ডানের FONT 8, "MS Shell Dlg" অংশে ফন্ট সাইজ ৮ এর পরিবর্তে ১০ বা ১২ লিখুন (সায়েন্টিফিক ক্যালকুলেটর বড় করতে চাইলে ১০১ ফ্লোডারে ১০৩৩ নামের রিসোর্স থেকে ফন্ট পরিবর্তন করতে হবে) যার ভিউ নিচে দেখা যাবেএবার Compile Script বাটনে ক্লিক করুন এবং ফাইল থেকে Save As করে একই (সিস্টেম৩২) ফোল্ডারে calc1.exe নামে সেভ করুনএখন প্রোগ্রামস>একসেসরিস>ক্যালকুলেটর এর শর্টকাটে calc.exe এর স্থলে calc1.exe পরিবর্তন করুনএবার ক্যালকুলেটর চালু করে দেখুন বড় হয়েছেআর রান থেকে চালু করতে calc.exe এর পরিবর্তে calc1.exe লিখে এন্টার করলেই হবে

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...