Friday, July 22, 2011

উইন্ডোজ এক্সপির ,

টাস্কবারে থাম্বনেইলের গতি বাড়ানো :-


উইন্ডোজ সেভেনের টাস্কবারের ওপর মাউস রাখলে সব কাজের থাম্বনেইল (ছোট ছবি বা স্ক্রিনশট) দেখা যায়। কিন্তু এ থাম্বনেইল প্রদর্শন প্রক্রিয়া অনেক ধীরগতির। থাম্বনেইল প্রদর্শনের গতি বাড়ানোর জন্য Start মেন্যুতে গিয়ে regedit লিখে Registry Editor-এ প্রবেশ করুন। সেখান থেকে HKEY_CURRENT_USERControl PanelMouse-এ যান। এবার MouseHoverTime-এ ডাবল ক্লিক করুন। সেখানে এর ভ্যালু ৪০০-এর পরিবর্তে 0 করে দিন।


মাউস ছাড়া টাস্কবারের থাম্বনেইলস দেখা:-


উইন্ডোজ সেভেনে একসঙ্গে একাধিক কাজ করার সময় টাস্কবারের ওপর মাউস রাখলে থাম্বনেইলের মাধ্যমে কাজগুলোর স্ক্রিনশট দেখা যায়। তবে এর জন্য টাস্কবারে মাউস রাখতে হয়। কিন্তু মাউস না থাকলে বা মাউসে কোনো সমস্যা হলেও মাউস ছাড়াই তা দেখে নেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য উইন্ডোজ কি চেপে ধরে T চাপুন। এবার প্রথম টাস্কের থাম্বনেইল দেখা যাবে। পরবর্তী টাস্কের থাম্বনেইলটি দেখতে আবার T চাপুন।


কম্পিউটারে নট রেসপন্ডিং প্রোগ্রাম বন্ধ :-
উইন্ডোজ এক্সপিতে Not Responding লেখা বার্তা এলে Close বাটনে ক্লিক করতে হয়। ফলে সব কাজ বন্ধ হয়ে যায়। এ সমস্যাটি এড়ানোর জন্য Start থেকে Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop-এ যান। এবার ডান পাশের AutoEndTask অপশনে দুবার ক্লিক করুন এবং এখানে Value data হিসেবে ০-এর পরিবর্তে ১ লিখে ঙক করে বের হয়ে আসুন।


সফটওয়্যার আনইনস্টলার ব্যবহার:-


বিভিন্ন প্রয়োজনের কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার
আনইনস্টল করতে অনেকেই উইন্ডোজের অ্যাড অর রিমুভ প্রোগ্রাম ব্যবহার করেন। উইন্ডোজের ডিফল্ট আনইনস্টলারের মাধ্যমে প্রোগ্রাম মুছে ফেলা গেলেও সফটওয়্যারের সব তথ্য ও রেজিস্ট্রি মুছে ফেলা যায় না। এ জন্য সফটওয়্যার আনইনস্টল করতে রেভো আনইনস্টলার ব্যবহার করতে পারেন। http://www.revouninstaller.com/revo-uninstaller-free-download.html ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটির বিনা মূল্যের সংস্করণ ডাউনলোড করা যাবে।


উইন্ডোজ সেভেনে অপ্রয়োজনীয় ফিচার বন্ধ:-


মাইক্রোসফটের উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে কিছু ফিচার রয়েছে, যেগুলো সব ধরনের ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নয়। অপ্রয়োজনীয় এসব ফিচার অনেক সময় কাজের গতি ধীর করে দিতে পারে। অপ্রয়োজনীয় ফিচারগুলো বন্ধ করার জন্য উইন্ডোজ সেভেনের Start মেন্যু থেকে Control Panel-এ যেতে হবে। Programmes-এ ক্লিক করলে Turn Windows features on or off নামের একটি অপশন পাবেন। এখান থেকে যে প্রোগ্রামগুলো আপনার প্রয়োজন নেই, সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে ঙশ করুন।




স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ :-


কম্পিউটারে কোনো কাজ করার পর রিফ্রেশ অপশন ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের কার্যক্ষমতা ঠিক রাখা হয়। স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ অপশন ব্যবহারের জন্য প্রথমে Start Menu -> Run-এ প্রবেশ করে regedit লিখে OK করুন। Registry Editor চালু হবে। এবার HKEY-LOCAL-MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> Update -এ প্রবেশ করে UpdateMode খুঁজে বের করুন। UpdateMode-এ ডাবল ক্লিক করে ডাটা ১ এর পরিবর্তে ০ করে কম্পিউটার রিস্টার্ট করুন।


কম্পিউটার চালু ও বন্ধের সময় দেখা :-


একাধিক ব্যক্তি যদি আপনার কম্পিউটার ব্যবহার করে তবে অনেক সময় আপনি বুঝতে পারবেন না কে, কখন আপনার কম্পিউটার ব্যবহার করছে। তবে এসব তথ্য আপনার কম্পিউটারের SchedLgU.Txt ফাইলে সংরক্ষণ করা থাকে। আপনার কম্পিউটার কখন চালু এবং বন্ধ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা সম্ভব। এ জন্য স্টার্ট মেনু থেকে রানে গিয়ে SchedLgU.Txt লিখে ok করলেই কম্পিউটার কখন চালু এবং বন্ধ করা হয়েছে তার তথ্য জানা যাবে।




ইউজার অ্যাকাউন্টে ছবি সংযোজন :-


এক্সপিতে ইউজার অ্যাকাউন্টের ছবি পরিবর্তন করতে start-এ ক্লিক করেControl Pannel খুলুন। তারপর ইউজার অ্যাকাউন্টে প্রবেশ করে Change My Picture-এ ক্লিক করুন। এবার আপনার পছন্দমতো যেকোনো একটি ছবি নির্বাচন করুন। আর যদি আপনি আপনার ছবি যোগ করতে চান তাহলে Browse for more pictures-এ ক্লিক করে হার্ডড্রাইভে যে স্থানে ছবি আছে সেখান থেকে যেকোনো একটি ছবি নির্বাচন করে OK ক্লিক করুন।


নিজের ইচ্ছামতো ফোল্ডার আইকন তৈরি :-


আপনার পছন্দমতো ফোল্ডারের আইকন পরিবর্তন করতে ফোল্ডার নির্বাচন করে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties নির্বাচন করুন। এরপর Customize ট্যাব নির্বাচন করুন। এবার Change Icon-এ ক্লিক করুন। তারপর আপনার পছন্দমতো যেকোনো একটি আইকন নির্বাচন করুন। আর পছন্দের কোনো আইকন ব্যবহার করতে চাইলে Browse-এ ক্লিক করে আপনার হার্ডডিস্কের যে জায়গায় .ICO and .EXE ফাইল রয়েছে সেখান থেকে আপনার পছন্দের আইকন নির্বাচন করুন।


উইন্ডোজ এক্সপির আইকন পরিবর্তন :-


দীর্ঘদিন যাঁরা উইন্ডোজ এক্সপির একই ধরনের আইকন কম্পিউটারে ব্যবহার করছেন, তাঁরা খুব সহজেই কম্পিউটারে নতুন আইকন ব্যবহার করতে পারেন। এ জন্য প্রথমে স্টার্ট অপশনে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে যান। এবার ইউজার অ্যাকাউন্টসে ক্লিক করে আপনি যে আইকনটি পরিবর্তন করতে চান, সেখানে ক্লিক করুন। চেঞ্জ পিকচার অপশনে ক্লিক করে ব্রাউজ মোর পিকচার অপশনে ক্লিক করুন। আপনার পছন্দের ছবি নির্দিষ্ট করলেই আইকন
পরিবর্তন হয়ে যাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R