
এবার আপনার মোবাইলের জন্য স্ক্রীণসেভার তৈরী করুন খুব সহজে। এটা করতে কোন সফটওয়্যার দরকার হবেনা, ওয়েবেই করা যাবে।
- এটা করতে প্রথমে এখানে ক্লিক করুন।
- এখান থেকে যেকোন একটি স্ক্রীণসেভার বাছাই করে ক্লিক করুন।
- এবার যে উইন্ডোটা পাবেন তা থেকে আপনার সেটের ব্যান্ড এবং মডেল সিলেক্ট করে দিন। আপনার সেটের ব্র্যান্ডটা লিস্টে না থাকলে Generic সিলৈক্ট করে Resolution নির্ধারণ করে দিন।
- এর নিচে আপনার পছন্দের টেক্সট লিখুন এবং পাশের Refresh Preview বাটনটা চাপুন।