আপনার মাউস নস্ট হয়ে গেলে আপনি তাৎক্ষণিকভাবে কি করবেন?কম্পিউটার অফ করে বসে থাকবেন?না,বসে থাকার দরকার নেই।কেননা,আপনি যদি আপনার কিবোর্ডের numpadএর কয়েকটি বাটনকে মাউস হিসেবে ইউজ করেন তাহলেইতো হয়ে গেল!আর সেজন্যই আমি কিভাবে কিবোর্ডকে মাউস হিসেবে ব্যবহার করা যায় সে বিষয়ে জানাবো।বিষয়টি অনেক মানুষেরই জানা তাই যারা জানেনা এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য।যাইহোক,এবার কাজের কথায় আসিঃ
প্রথমে start মেনুতে ক্লিক করে control panel এ যান।কন্ট্রোল প্যানেল থেকে accessibility options এ যান।এরপর mouse ট্যাবে যেয়ে use mousekeys সিলেক্ট করুন।তারপর ওকে করার পালা।এবার দেখুন,আপনার কিবোর্ডের নামপ্যাডের 1,2,3,4,5,*,/ ইত্যাদি বাটনগুলোকে মাউস হিসেবে ব্যবহার করা যাছে।আপনারা mouse keys এর সেটিং অপশন থেকে কার্সর মুভমেন্ট দ্রুতকরা সহ আরো অনেক কিছু করতে পারবেন।আর আরেকটি কথা,এটি কিন্তু alt+left shift+numlock বাটন একসাথে প্রেস করেও এটি আনতে পারেন।
প্রথমে start মেনুতে ক্লিক করে control panel এ যান।কন্ট্রোল প্যানেল থেকে accessibility options এ যান।এরপর mouse ট্যাবে যেয়ে use mousekeys সিলেক্ট করুন।তারপর ওকে করার পালা।এবার দেখুন,আপনার কিবোর্ডের নামপ্যাডের 1,2,3,4,5,*,/ ইত্যাদি বাটনগুলোকে মাউস হিসেবে ব্যবহার করা যাছে।আপনারা mouse keys এর সেটিং অপশন থেকে কার্সর মুভমেন্ট দ্রুতকরা সহ আরো অনেক কিছু করতে পারবেন।আর আরেকটি কথা,এটি কিন্তু alt+left shift+numlock বাটন একসাথে প্রেস করেও এটি আনতে পারেন।