কম্পিউটারে দীর্ঘদিন কাজ করতে করতে প্রচুর টেমপোরারী এবং লগ ফাইল তৈরী হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল Event Viewer এর লগ ফাইল এবং ইউজারের টেমপোরারী ফোল্ডার। এই ফাইলগুলো অত্যাধিক হারে জমে যাওয়ার ফলে কম্পিউটার বেশ স্লো হয়ে যায় এবং ছোটখাট কিছু এরর মেসেজ ও দেখা দেয়। নিচের পদ্ধতি অনুসরন করে আমরা এই ফাইলগুলো পরিস্কার করতে পারি।
১. My Computer আইকনে মাউস এর রাইট বাটন চেপে Manage সিলেক্ট করুন।
২. System Tools -> Event Viewer -> Application সিলেক্ট করুন দেখবেন অনেকগুলো Warning দেখাবে, মেনুবার থেকে Action -> Clear All Events সিলেক্ট করে No তে ক্লিক করুন। Yes ক্লিক করলে সে নোট পেড এ সেভ করতে চাইবে। একই উপায়ে নীচ থেকে Security ও System সিলেক্ট করে ক্লিয়ার করে নিন।
আর টেমপোরারী ফাইলগুলো সহজে এবং একত্রে মুছার জন্য Run এ লিখুন %temp% এবং এন্টার করুন। সবগুলি টেম্প ফাইল একত্রে পেয়ে যাবেন এবং পাঠিয়ে দিন যমের বাড়ীতে।
উপরোক্ত কাজগুলো মাঝে মাঝে করুন। দেখবেন আপনার কম্পিউটার সবসময় সতেজ রয়ে গেছে।
১. My Computer আইকনে মাউস এর রাইট বাটন চেপে Manage সিলেক্ট করুন।
২. System Tools -> Event Viewer -> Application সিলেক্ট করুন দেখবেন অনেকগুলো Warning দেখাবে, মেনুবার থেকে Action -> Clear All Events সিলেক্ট করে No তে ক্লিক করুন। Yes ক্লিক করলে সে নোট পেড এ সেভ করতে চাইবে। একই উপায়ে নীচ থেকে Security ও System সিলেক্ট করে ক্লিয়ার করে নিন।
আর টেমপোরারী ফাইলগুলো সহজে এবং একত্রে মুছার জন্য Run এ লিখুন %temp% এবং এন্টার করুন। সবগুলি টেম্প ফাইল একত্রে পেয়ে যাবেন এবং পাঠিয়ে দিন যমের বাড়ীতে।
উপরোক্ত কাজগুলো মাঝে মাঝে করুন। দেখবেন আপনার কম্পিউটার সবসময় সতেজ রয়ে গেছে।