প্রায়ই দেখা যায় উইন্ডোজ বিভিন্ন প্রোগামের জন্য এরর রিপোর্ট শো করছে। এটি অনেক সময় ইউজারের কাছে বিরক্তির কারন হতে পারে। Error Reporting বন্ধ করার জন্য My computer আইকনে রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এরপর Advanced ট্যাব থেকে Error Reporting বাটনে ক্লিক করুন। এখানে Disable Error Reporting অপশনটি সিলেক্ট করে Ok করুন। ব্যাস কাজ হয়ে গেল, আর ঝামেলা করবে না।