Monday, May 30, 2011

তৈরী করুন নিজের ওয়েবসাইট(পর্ব-০৪) : ফ্ল্যাশ ফাইল সংযুক্ত করা


আগের তিনটা পোস্টে একটা ওয়েবসাইট বানানোর প্রাথমিক ধারনাটুকু দেওয়ার চেষ্টা করেছি। ইদানিং ওয়েবসাইটে ফ্ল্যাশের এনিম্যাশন ব্যবহার করা এক রকম অপরিহার্য হয়ে গেছে। ফ্ল্যাশ এনিম্যাশন ব্যবহারে ওয়েবসাইটকে অনেক আকর্ষনীয়ভাবে উপস্থাপন করা যায়। ফ্ল্যাশের ফাইলগুলো .swf এক্সটেনশনের হয়।

ধরা যাক, email.swf নামের একটা ফাইল আমরা পেজে এড করব। email.swf ফাইলটি আপনার কম্পিউটারে করা web ফোল্ডারের অধীনে images এর মধ্যে রাখুন(পর্ব-০২)। web ফোল্ডার থেকে index.html ফাইলটি মাইক্রোসফট ফ্রন্টপেজ দিয়ে ওপেন করুন। Insert >>> Web Component >>> Advanced Controls >>> Movie in Flash Format সিলেক্ট করে Finish বাটনে ক্লিক করুন। web ফোল্ডারের অধীনে images ফোল্ডার থেকে email.swf ফাইলটি সিলেক্ট করে Inseert বাটনে ক্লিক করুন। ফাইলটি সেভ করুন। আগের পর্বে বর্নিত নিয়মঅনুযায়ী ওয়েবসাইটের images ফোল্ডারে email.swf ফাইলটি আপলোড করুন। এবং index.html ফাইলটি ওভাররাইট করুন। ব্যাস কাজ শেষ।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R