যে ওয়েবসাইটটি তৈরী করেছি সেটি এবার 50webs এর সার্ভারে হোস্ট করব। http://www.50webs.com/members/ এ গিয়ে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

50Webs Members Area ওপেন হবে। File Manager আইকনে ক্লিক করুন।

xxxxxx.50webs.com এ ক্লিক করুন(xxxxxx = যে নামে ওয়েব এড্রেস করেছেন)।

আপনার ওয়েব সাইটের রুট ফোল্ডারে প্রবেশ করবেন। এই ফোল্ডারে ডিফল্ট একটা index.html ফাইল আছে। আমরা এই ফাইলটিকে ডিলিট করে আমাদের তৈরী index.html টি রাখবো। index.html ফাইলটি মোছার জন্য বাম পাশে যে বক্সটি আছে তাতে টিক চিহ্ন দিয়ে নিচের Delete File/Folder(s) বাটন প্রেস করুন।

এবার UPLOAD FILES: এর পাশে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারে তৈরী করা web ফোলডারে(পর্ব-০২ এ দেখুন) রাখা index.html ফাইলটি লোকেট করুন। এভাবে একে একে web ফোলডারের সব html ফাইলগুলি লোকেট করুন। এবার UPLOAD FILES NOW বাটনে ক্লিক
করুন।
New: তে images লিখে নিচে Empty folder সিলেক্ট করুন এবার CREATE! বাটনে ক্লিক করুন। images নামে ফোল্ডার তৈরী হবে।
images এ ক্লিক করুন। এবার উপরে বর্নিত নিয়মানুযায়ী আপনার কম্পিউটারের web ফোলডারের অধীনে images ফোলডারের সব ইমেজ ফাইলগুলো লোকেট করে আপলোড করুন। কাজ শেষ। http://xxxxxx.50webs.com/ এ ব্রাউজ করে দেখুন।
সম্পূর্ন বিষয়টাকে এক কথায় বলতে গেলে, আপনার কম্পিউটারে করা web ফোল্ডারটকে ভাবুন http://xxxxxx.50webs.com/ এবার সে অনুযায়ী অন্যান্য ফোল্ডার ও ফাইলগুলো আপলোড করতে হবে।
সবশেষে, আমি আপনাদেরকে চারটা পেজের লিংক দিয়ে দেখিয়েছি। আপনারা যত খুশি পেজ রাখতে পারেন। শুধু সেই পেজের লিংকটা ইনডেক্স পেজে হাইপার লিংক করে দিলে হবে। প্রত্যেক পেজেই ইমেজ দিতে পারবেন সেক্ষেত্রে ইমেজগুলো আগে images ফোলডারে রেখে তারপর পেজে ইনসার্ট করতে হবে। কোন html ফাইলে কিছু পরিবর্তন করলে ওয়েবসাইটে গিয়ে ওই ফাইলটি মুছে সংশোধীত ফাইলটি আপলোড করুন। আমার এই তিন পর্বের টিউটোরিয়াল যদি আপনাদের কাজে আসে। আপনারা যদি নিজের একটা ওয়েবসাইট তৈরী করতে পারেন তবেই আমি স্বার্থক। আর হ্যাঁ, আপনাদের তৈরী করা ওয়েবসাইটের এড্রেস আমাকে ইমেইল করতে ভুলবেন না যেন ।

50Webs Members Area ওপেন হবে। File Manager আইকনে ক্লিক করুন।

xxxxxx.50webs.com এ ক্লিক করুন(xxxxxx = যে নামে ওয়েব এড্রেস করেছেন)।

আপনার ওয়েব সাইটের রুট ফোল্ডারে প্রবেশ করবেন। এই ফোল্ডারে ডিফল্ট একটা index.html ফাইল আছে। আমরা এই ফাইলটিকে ডিলিট করে আমাদের তৈরী index.html টি রাখবো। index.html ফাইলটি মোছার জন্য বাম পাশে যে বক্সটি আছে তাতে টিক চিহ্ন দিয়ে নিচের Delete File/Folder(s) বাটন প্রেস করুন।

এবার UPLOAD FILES: এর পাশে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারে তৈরী করা web ফোলডারে(পর্ব-০২ এ দেখুন) রাখা index.html ফাইলটি লোকেট করুন। এভাবে একে একে web ফোলডারের সব html ফাইলগুলি লোকেট করুন। এবার UPLOAD FILES NOW বাটনে ক্লিক
করুন।

New: তে images লিখে নিচে Empty folder সিলেক্ট করুন এবার CREATE! বাটনে ক্লিক করুন। images নামে ফোল্ডার তৈরী হবে।

images এ ক্লিক করুন। এবার উপরে বর্নিত নিয়মানুযায়ী আপনার কম্পিউটারের web ফোলডারের অধীনে images ফোলডারের সব ইমেজ ফাইলগুলো লোকেট করে আপলোড করুন। কাজ শেষ। http://xxxxxx.50webs.com/ এ ব্রাউজ করে দেখুন।
সম্পূর্ন বিষয়টাকে এক কথায় বলতে গেলে, আপনার কম্পিউটারে করা web ফোল্ডারটকে ভাবুন http://xxxxxx.50webs.com/ এবার সে অনুযায়ী অন্যান্য ফোল্ডার ও ফাইলগুলো আপলোড করতে হবে।
সবশেষে, আমি আপনাদেরকে চারটা পেজের লিংক দিয়ে দেখিয়েছি। আপনারা যত খুশি পেজ রাখতে পারেন। শুধু সেই পেজের লিংকটা ইনডেক্স পেজে হাইপার লিংক করে দিলে হবে। প্রত্যেক পেজেই ইমেজ দিতে পারবেন সেক্ষেত্রে ইমেজগুলো আগে images ফোলডারে রেখে তারপর পেজে ইনসার্ট করতে হবে। কোন html ফাইলে কিছু পরিবর্তন করলে ওয়েবসাইটে গিয়ে ওই ফাইলটি মুছে সংশোধীত ফাইলটি আপলোড করুন। আমার এই তিন পর্বের টিউটোরিয়াল যদি আপনাদের কাজে আসে। আপনারা যদি নিজের একটা ওয়েবসাইট তৈরী করতে পারেন তবেই আমি স্বার্থক। আর হ্যাঁ, আপনাদের তৈরী করা ওয়েবসাইটের এড্রেস আমাকে ইমেইল করতে ভুলবেন না যেন ।