Monday, May 23, 2011

তারিখ দিয়ে ফাইল খোঁজা

আপনি কবে ফাইলটি সেভ করেছেন তা মনে আছে বা কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে ফাইলটি সেভ করা হয়েছে তা মনে থাকলেও উইন্ডোজ ৯৮-এ ফাইলটি খুঁজে বের করা সম্ভব। এজন্য উইন্ডোজ এক্সপ্লোরারে এসে Tools-এ ক্লিক করুন। এরপর Find-এ ক্লিক করে Folders-এ ক্লিক করুন। এরপর Date Method-এ যান। এরপর Between-এ ক্লিক করুন অথবা (Alt+B) চাপুন। এবার প্রথম তারিখটি লিখে দিন, এরপর And-এর পাশের বক্সে এসে শেষ তারিখটি টাইপ করুন। এবার Find Now-এ ক্লিক করুন। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে সেভ করা সব ফাইলের তালিকা দেখাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...