Monday, May 23, 2011

হার্ডড্রাইভে জায়গা বাঁচান

 ধরুন, নতুন কোনো প্রোগ্রাম ইন্সটল না করেও দেখা যাচ্ছে C:\ ড্রাইভের খালি জায়গা কমে যাচ্ছে। এজন্য অবশ্য উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে ‘ডিস্ক ক্লিনআপ’ ব্যবহার করতে পারেন। এজন্য প্রথমে My Computer-এ গিয়ে C:\ ড্রাইভ সিলেক্ট করে মাউসের ডান বোতাম ক্লিক করুন। এরপর Properties সিলেক্ট করে ডিস্ক ক্লিনআপে ক্লিক করুন। এভাবে সব অপশনে টিক চিহ্ন দিন এবং More options থেকে System Restore-এর ক্লিনআপ বাটনটি এবং মেসেজ বক্সে Yes ক্লিক করুন। এবার Ok ক্লিক করুন। দেখবেন অনেক জায়গা বেঁচে যাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...