YoWindow Desktop Weather দারুন একটি এ্যাপ্লিক্যাশন যা দ্বারা আপনার স্থানের বর্তমান আবহাওয়ার খবরা খবর আপনার কম্পিউটারে বসেই জানতে পারবেন এমন’কি থ্রিডি চিত্র সহ। যদি আপনার স্থানে বৃষ্টি হয় তবে এই সফটওয়্যারে তার থ্রিডি চিত্র ভেসে উঠবে। এটি মাত্র ২.৭ মেগাবাইটের একটি এ্যাপ্লি্ক্যাশন।
প্রথমে সফটওয়্যার’টি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করুন তারপর আপনার দেশ শহর সেট করে দিন কিছুক্ষনের মাঝেই আপনার স্থানের বর্তমান চিত্র ভেসে উঠবে এছাড়া কত তাপমাত্র, রাত নাকি দিন ইত্যাদি বুঝতে পারবেন এই এ্যাপ্লিক্যাশনের মাধ্যমে। এটি স্ক্রিনসেভার হিসেবেও কাজ কবরে আপনার কম্পিউটারে।
এটি ইউন্ডোজ এক্সপি, ভিসতা, সেভেনে ব্যাবহার করা যাবে। আরো জানতে ভিজিট করতে পারেন:
yowindow.com