Photo Magician দারুন একটি ফ্রি টুলস যা দ্বারা আপনি একসাথে অনেকগুলো ইমেজ বা ছবি একসাথে কনভার্ট বা রিসাইজ করতে পারবেন। আমাদের অনেক কাজেই ইমেজ কনভার্ট বা রিজাইজ করার প্রয়োজন হয় যেমন আপনি হাই-রেজুল্যাশনে ছবি তুললেন প্রতিটি ছবির সাইজ দেখা যাবে ২ থেকে ৩ মেগাবাইট তখন এই টুলস দ্বারা রিসাইজ করে ছবির ওজন কমাতে পারবেন। আবার অনেক সময় একই মাপের ছবি বা ইমেজের প্রয়োজন হয় তখন এই টুলস দ্বারা নিদির্ষ্ট ফোল্ডার সিলেক্ট করে দিন দেখবেন নিমিষেই সবগুলো’কে একই মাপের সাইজে এনে দিয়েছে।



দারুন এই ইউজফুল এ্যাপ্লিক্যাশন’টি মাত্র ১.৬১ মেগাবাইট।

ইন্সটলার ভার্শন : PhotoMagician_Setup
পোর্টেবল: http://www.mediafire.com/w5avghe9apvre07