ওয়ার্ডপ্রেস অফিসিয়ালভাবে তাদের প্রথম HTML5 স্ট্যান্ডার্ড থিম প্রকাশ করলো। খুবই সাদামাটা ব্লগিং থিমটিতে HTML5 এর নতুন ট্যাগগুলো ব্যবহৃত হয়েছে । টুলবক্সের মাধ্যমে খুব সহজেই ওয়েব ডেভলপাররা তাদের সাইটের জন্য ডিজাইনটিকে পরিবর্তন করে নিতে পারবে। এমনকি নিজের খিম ডেভলপমেন্টের জন্য অনেকগুলো সুবিধা এনে দিবেএই থিম।
এই থিমটি সম্পর্কে ওয়েবডিজ্ইনার স্টুয়ার্ড বলেন, এই থিমটি অনেকটা স্যান্ডবক্সের মতোই তবে এখানে এইচটিএমএল৫ এর নতুন নতুন ট্যাগ যেমন-<article>, <header>, <nav> ইত্যাদি ব্যবহার করা হয়েছে।
ওয়ার্ডপ্রেসের এই থিমটি এখনই ডাউনলোড করতে পারেন ওয়ার্ডপ্রেসের সাইট থেকে অথবা ডেমো দেখতে পারেন।
ওয়েব ডিজাইনিং এ পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে-কিছুক্ষন আগেই বলেছিলাম। আমার মনে হচ্ছে- ওয়ার্ডপ্রেস সহ বিভিন্ন সিএমএসের পরবর্তি আপডেটের সাথেই HTML5 এর ট্যাগগুলো নিয়ে আসবে। এবং সাইটও অনেক হালকা হবে। তাছাড়া থিমগুলোতেও কোডিং পদ্ধতির পরিবর্তনের হাওয়া লাগবে।