Saturday, March 19, 2011

ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পরে যে ৮ টি কাজ অবশ্যই করবেন


১. ওয়ার্ডপ্রেস পার্মালিংক

wordpress-permalink-thumb1

প্রথমেই চাহিদা অনুযায়ী পোস্ট পার্মালিংকটা সেট করে নিন। ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে এটা এরকম থাকেঃ http://yourdomain.com/p=123
এটা সত্যিকার অর্থে তেমন একটা সিইও ফ্রেন্ডলি না। আপনি চাইলে এটা আপনার পছন্দ অনুযায়ী সেট করতে পারেন। আমি সাধারণত এরকম রাখিঃ /%category%/%postname%.html
পার্মালিংক আপনাকে সার্চ এঞ্জিনে ভাল অবস্থানে যেতে সাহায্য করবে। তাই এটা নির্বাচনে যত্নবান হোন।

২. নিরাপত্তা নিশ্চিত করার জন্য admin কে মুছে ফেলুন

wordpress-user-thumb

ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য কোন স্ক্রীপ্ট ইন্সটলার ব্যবহার করলে সাধারণত ডিফল্ট এডমিন হিসেবে admin সেট হয়ে যায়। কিন্তু এটা নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। যে কেউ আপনার সাইটে এটাক করার অপপ্রয়াস চালাতে পারে। এজন্য প্রথমে অন্যএকটি আইডি তৈরী করুন। এরপর এটাকে এডমিন একসেস দিন। লগআউট করে সদ্যোজাত একাউন্টটি দিয়ে লগইন করুন। এবার admin কে মুছে ফেলুন।

৩. ইউজার রেজিস্ট্রেশন বন্ধ রাখুন

wordpress-membership-thumb

যদি কোন কমিউনিটি ব্লগ না খুলতে চান তবে Settings > General থেকে নতুন ইউজার রেজিস্ট্রেশন অফ করে রাখুন।

৪. টাইমজোন সেট করুন

wordpress-timezone-thumb
Settings > General থেকে আপনার টাইজোন কনফিগার করুন। এতে আপনি যদি পোস্ট শিডিউল করে থাকেন, তবে সেগুলো সঠিক সময়ে প্রকাশ হওয়ার নিশ্চয়তা পাবেন।

৫. পিং লিস্ট আপডেট করুন

wordpress-ping-service-thumb

ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস শুধুমাত্র একজায়গায় পিং ব্যাক করে। আপনি চাইলে আরও বেশি সংখ্যক সেট করে দিতে পারবেন। Settings>Writing থেকে পিং লিস্ট আপডেট করুন। আপনার সেটিংসটাকে নিচের মত করে দিতে পারেন।

http://rpc.pingomatic.com
http://www.blogpeople.net/servlet/weblogUpdates
http://ping.myblog.jp
http://ping.bloggers.jp/rpc/
http://bblog.com/ping.php

৬. কমেন্ট এভাটার সেট করুন

wordpress-gravatar-comment-thumb

যারা গ্রাভাটার আইডি ব্যবহার করে আপনার ব্লগে কমেন্ট করবে তাদের তো এভাটার দেখা যাবে। কিন্তু যাদের গ্রাভাটার আইডি নেই তাদের বেলায় কি ঘটবে? এজন্য Settings>Discussion থেকে এভাটারের সেটিংসটা ঠিক করে নিন।

৭. প্রাইভেসী সেটিংস ঠিক করুন

wordpress-blog-visibility-thumb
এবার সর্বশেষ কাজ। আপনার ব্লগের প্রাইভেসী সেটিংসটা ঠিক করে নিন। ওয়ার্ডপ্রেসে দুইটি প্রাইভেসী অপশন আছে। প্রথমটি সবধরণের ভিজিটর এলাউ করে। দ্বিতীয়টি সার্চইঞ্জিন ব্লক করে শুধুমাত্র সাধারণ ভিজিটর এলাউ করে।

ফাইনাল চেকিং

আসুন দেখে নিই আপনি সেটিংসগুলা ঠিকমত সেট করেছিলেন কিনা।
১. ওয়ার্ডপ্রেস পার্মালিংক
২. নিরাপত্তা নিশ্চিত করার জন্য admin কে মুছে ফেলুন
৩. ইউজার রেজিস্ট্রেশন বন্ধ রাখুন
৪. টাইমজোন সেট করুন
৫. পিং লিস্ট আপডেট করুন
৬. কমেন্ট এভাটার সেট করুন
৭. প্রাইভেসী সেটিংস ঠিক করুন
আমি কি কিছু বাদ দিয়ে গেছি? যদি দিয়ে থাকি তাহলে আশা করি আপনি আপনার মতামতের মাধ্যমে তা আমাদের জানাবেন।
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...