
Facebook Desktop একটি ফ্রি এ্যাপ্লিকেশ্যানের মাধ্যমে আপনার ফেসবুক একাউন্টের সকল নটিফিকেশন পাবেন ডেস্কটপ থেকে। এটি ইন্সটল করার পর কম্পিউটারের সিস্টেম ট্রে তে এ্যাপ্লিক্যাশন’টি চালু থাকবে। আপনার ফেসবুক প্রোফাইলে না থেকেও এই এ্যাপ্লিক্যাশন দ্বারা ফেসবুকের খবরাখবর পাবেন ডেস্কটপ থেকে।
