Thursday, March 17, 2011

ওয়েবক্যাম না থাকলেও ওয়েবক্যামের সুবিধা পাওয়া

অনলাইনে চ্যাটিং এর মধ্যে ভিডিও চ্যাটিং বেশ জনপ্রিয়। দুরের প্রিয়জনকে সরাসরি দেখার আনন্দই আলাদা। কিন্তু কারো যদি ওয়েবক্যাম না থাকে তাহলে সে নিজেকে দেখানো যায় না। তবে কম্পিউটারে থাকা ভিডিও বা ছবিকে ভার্চুয়াল ক্যামের মাধ্যমে প্রিয়জনের সাথে শেয়ার করা যায়। এরকমই একটি সফটওয়্যার হচ্ছে মেনিক্যাম। ফ্রি এই সফটওয়্যার দ্বারা কম্পিউটারে থাকা ছবি, ভিডিও, গানের প্লেলিষ্ট, ডেক্সটপ ইত্যাদি (এমনকি যুক্ত থাকা ওয়েবক্যাম) শেয়ার করা যায় ওয়েবক্যাম হিসাবে। এছাড়াও এসব শেয়ারকৃত ছবি বা ভিডিও উপরে লেখা বা ইফেক্টস দেওয়া যায়। সফটওয়্যারটি www.manycam.com বা এখান থেকে ডাউনলোড করা যাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...