Tuesday, March 22, 2011

বাংলা ফন্ট নির্বাচন করুন

বর্তমানে বাংলা ওয়েবসাইটের সংখ্যা অনেক বেড়েছে। বাংলা সংবাদপত্র থেকে শুরু করে বাংলা ব্লগসহ বিভিন্ন তথ্যাদি নিয়ে ইন্টারনেটে বাংলায় অনেক ওয়েবসাইট রয়েছে। সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা এসব সাইটে নিয়মিত যান এবং নিজ মাতৃভাষা বাংলায় এসব সাইট পড়ে থাকেন। তবে অনেক ক্ষেত্রে বাংলা ফন্টের কারণে এসব ওয়েবসাইটে ভালোভাবে বাংলা দেখা যায় না। এ জন্য www.omicronlab.com/bangla-fonts.html ঠিকানার ওয়েবসাইট থেকে SolaimanLipi ফন্ট নামিয়ে (ডাউনলোড) নিন। এবার ফন্টটি copy করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Start/Settings/Control Panel/ Fonts এ পেস্ট করুন। এবার ফায়ারফক্স ব্যবহারকারীরা Tools/Fonts & Colour/Advanced এ গিয়ে Fonts for option-এ বাংলা নির্বাচন করুন। এবার নিচের লিস্ট থেকে SolaimanLipi ফন্ট নির্বাচন করে ok দিন। ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা Tools/Fonts/Language Script-তে গিয়ে বাংলা নির্বাচন করুন। এবার নিচের লিস্ট থেকে SolaimanLipi ফন্ট নির্বাচন করে ok দিন। এবার সুন্দর ফন্টে বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R