যাদের কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম রয়েছে তাদের প্রতিবার কম্পিউটার চালু করার সময় কোনটি চালু করা হবে, সেই অপশন দেখানো হয়। কিন্তু কোনোটি যদি নির্বাচন করা না হয়, তবে উবুন্টু চালু হয়। উবুন্টু থেকে পরিবর্তন করে শুরুতে উইন্ডোজও করা যায়।
স্টার্টআপ ম্যানেজার নামের সফটওয়্যার ব্যবহার করে এ কাজটি করা যায়। তবে এই সফটওয়্যারটি ব্যবহার করা ছাড়াও একটি সহজ পদ্ধতিতে এ কাজ করা যায়।
/etc/default/grub ফাইলে লেখা থাকে বুটলোডারের কত নম্বর অপশন থেকে বুট করা হবে ।
ফাইলটিতে ‰RUB^DEFAULT= এর পর যে সংখ্যাটি লেখা থাকে, সেটি চালু হয়। সাধারণত এখানে 0 লেখা থাকে। উইন্ডোজ দিয়ে শুরু করতে চাইলে”0-এর পরিবর্তে 4 লিখে দিতে হবে। এর একটি বিকল্প পদ্ধতিও রয়েছে, যা হচ্ছে অপারেটিং সিস্টেমের ক্রমলেখার পরিবর্তে সেটির নাম লিখে দেওয়া। প্রথমে বুটলোডারে কী কী অপশন রয়েছে, সেটি জানতে হবে। সেটি দেখার জন্য Applications/ Accessories/Terminal-এ নিচের কমান্ডটি লিখুন—
fgrep menuentry/boot /grub/grub.cfg
যদি উইন্ডোজ এক্সপি ইনস্টল করা থাকে, তবে
menuentry “Microsoft Windows XP (on /dev/sda1){
এবং যদি উইন্ডোজ ভিসতা ইনস্টল করা থাকে তবে menuentry ÒWindows Vista (loader) (on /dev/sda1)” { এর মতো একটি লাইন দেখা যাবে। এবার টারমিনালে লিখুন gksudo gedit /etc/default/grub।
এবার পাসওয়ার্ড লেখার জন্য একটি উইন্ডো দেখা যাবে। সঠিক পাসওয়ার্ডটি লিখলে grub নামের ফাইলটি ওপেন হবে। ফাইলে GRUB_DEFAULT= Gi ci Windows Vista (loader) (on /dev/sda1)” অথবা “Windows XP (on /dev/sda1)”-এর মতো আপনার আগের কমান্ডের পর পাওয়া অংশটি লিখুন। ফাইলটি সেভ করে বন্ধ করে দিন। এবং সবশেষে নিচের কমান্ডটি ব্যবহার করুন।
sudo update-grub বুটলোডারের ক্রমপরিবর্তনের এই পদ্ধতিটি কেবল গ্রাব ২ এবং এর পরবর্তী সংস্করণের ক্ষেত্রে কাজ করবে। আগের সংস্করণগুলোতে /boot/grub ফোল্ডারের menu.lst ফাইলটিতে পরিবর্তন করতে হয় এবং পরিবর্তন করার পদ্ধতিটিও কিছুটা আলাদা।
স্টার্টআপ ম্যানেজার নামের সফটওয়্যার ব্যবহার করে এ কাজটি করা যায়। তবে এই সফটওয়্যারটি ব্যবহার করা ছাড়াও একটি সহজ পদ্ধতিতে এ কাজ করা যায়।
/etc/default/grub ফাইলে লেখা থাকে বুটলোডারের কত নম্বর অপশন থেকে বুট করা হবে ।
ফাইলটিতে ‰RUB^DEFAULT= এর পর যে সংখ্যাটি লেখা থাকে, সেটি চালু হয়। সাধারণত এখানে 0 লেখা থাকে। উইন্ডোজ দিয়ে শুরু করতে চাইলে”0-এর পরিবর্তে 4 লিখে দিতে হবে। এর একটি বিকল্প পদ্ধতিও রয়েছে, যা হচ্ছে অপারেটিং সিস্টেমের ক্রমলেখার পরিবর্তে সেটির নাম লিখে দেওয়া। প্রথমে বুটলোডারে কী কী অপশন রয়েছে, সেটি জানতে হবে। সেটি দেখার জন্য Applications/ Accessories/Terminal-এ নিচের কমান্ডটি লিখুন—
fgrep menuentry/boot /grub/grub.cfg
যদি উইন্ডোজ এক্সপি ইনস্টল করা থাকে, তবে
menuentry “Microsoft Windows XP (on /dev/sda1){
এবং যদি উইন্ডোজ ভিসতা ইনস্টল করা থাকে তবে menuentry ÒWindows Vista (loader) (on /dev/sda1)” { এর মতো একটি লাইন দেখা যাবে। এবার টারমিনালে লিখুন gksudo gedit /etc/default/grub।
এবার পাসওয়ার্ড লেখার জন্য একটি উইন্ডো দেখা যাবে। সঠিক পাসওয়ার্ডটি লিখলে grub নামের ফাইলটি ওপেন হবে। ফাইলে GRUB_DEFAULT= Gi ci Windows Vista (loader) (on /dev/sda1)” অথবা “Windows XP (on /dev/sda1)”-এর মতো আপনার আগের কমান্ডের পর পাওয়া অংশটি লিখুন। ফাইলটি সেভ করে বন্ধ করে দিন। এবং সবশেষে নিচের কমান্ডটি ব্যবহার করুন।
sudo update-grub বুটলোডারের ক্রমপরিবর্তনের এই পদ্ধতিটি কেবল গ্রাব ২ এবং এর পরবর্তী সংস্করণের ক্ষেত্রে কাজ করবে। আগের সংস্করণগুলোতে /boot/grub ফোল্ডারের menu.lst ফাইলটিতে পরিবর্তন করতে হয় এবং পরিবর্তন করার পদ্ধতিটিও কিছুটা আলাদা।