Saturday, March 12, 2011

কম্পিউটার নিরাপদ রাখুন ইমারজেন্সি কিট দ্বারা

কম্পিউটার ভাইরাসের সমস্যা এখন নিত্যদিনের ব্যাপার। প্রায় সবাইকে এটা নিয়ে ভুগতে হয়। কম্পিউটারকে প্রায় ৪০ লক্ষর মত বিভিন্ন ভাইরাস, ওয়ার্ম, স্পাইওয়্যার, এ্যাডওয়্যার থেকে মুক্ত করা যায় ইমসিসফট ইমারজেন্সি কিট দ্বারা। বহনযোগ্য এই সফটওয়্যার দ্বারা কম্পিউটারের ভাইরাস, ট্রজন, ওয়ার্ম, স্পাইওয়্যার, এ্যাডওয়্যার, কিলগার ইত্যাদি স্ক্যান এবং ক্লিন করা যাবে। ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.emsisoft.com থেকে নামানো যাবে। তবে এই http://freeandfreeware.blogspot.com/2010/07/emsisoft-emergency-kit.html সাইটে ৯৩ টি মিরর ডাউনলোড লিংক আছে। ফলে মূল সাইট থেকে ডাউনলোডে সমস্যা হলেও মিরর ডাউনলোড লিংক থেকে তা নামানো যাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...