Saturday, March 12, 2011

সহজেই এভাষ্ট আনইনস্টল করা

ফ্রি এন্টিভাইরাসের মধ্যে এভাষ্ট বেশ জনপ্রিয়। কিন্তু বিভিন্ন প্রয়োজনে এভাষ্ট আনইনস্টল করার দরকার হয়। বেশীরভাগক্ষেত্রে দেখা যায় এভাষ্ট Add/Remove Programs থেকে আনইনস্টল করা যায় না এমনকি সাধারণভাবে প্রোগ্রামস ফাইল থেকে মুছে ফেললেও হয় না। এমতবস্থায় এভাষ্ট রিমুভ করা যাবে এভাষ্ট আনইনস্টল ইউটিলিটি দ্বারা। এভাষ্ট আনইনস্টল ইউটিলিটি টুলটি www.avast.com/uninstall-utility থেকে ডাউনলোড করে কম্পিউটারটি সেভ মুডে (বেশীরভাগ কম্পিউটারে রিস্টার্ট করার পরে F8 চাপলেই হয়) চালু করতে হবে। এরপরে ডাউনলোড করা aswClear টুলটি চালু করুন এবং REMOVE বাটনে ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করলেই হবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...